Home আন্তর্জাতিক ইরাকে বিক্ষোভ চলছেই; নিহত ৪

ইরাকে বিক্ষোভ চলছেই; নিহত ৪

80
0
SHARE

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। শুক্রবার দেশটির রাজধানী বাগদাদে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে। এতে ৪ বিক্ষোভকারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শুক্রবার বাগদাদ ছাড়াও বসরা শহরের কাছে মূল বন্দর অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। এ সময় তাদের সরিয়ে দিতে বলপ্রয়োগ করা হয়েছে।

জানা গেছে, গতকাল শুক্রবার বাগদাদের কেন্দ্রীয় সেতুর ওপর জড়ো হওয়া বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ও গুলি বর্ষণ করে নিরাপত্তা বাহিনী। এতে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আর সরাসরি মাথায় টিয়ারগ্যাসের কৌটার আঘাত লেগে অপর দুই ব্যক্তি নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬১ জন।

প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে বাগদাদের রাজপথে নামে কয়েক হাজার বিক্ষোভকারী। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে, ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে।

সূত্র: আল-জাজিরা, রয়টার্স