Home আন্তর্জাতিক ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

44
0
SHARE

২০১৪ সালের পর প্রথমবারের মতো পাকিস্তানের কোনও মন্ত্রী ভারত সফরে যাবেন। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন(এসসিও)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ বালোচ বলেছেন, ‘এসসিও বৈঠকে বিলাওয়াল পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। আগামী চার ও পাঁচ মে গোয়ায় এই বৈঠক হবে।’ খবর পিটিআই এর
মুমতাজ বলেছেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং এসসিও-র বর্তমান চেয়ারম্যান এস জয়শঙ্করের আমন্ত্রণেই বিলাওয়াল ভারতে যাচ্ছেন। গত জানুয়ারিতে জয়শঙ্কর এই আমন্ত্রণ জানিয়েছিলেন।’
ভারত ছাড়া এসসিওর সদস্য দেশ হলো চীন, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, কাজাখস্তান এবং উজবেকিস্তান। আর ডায়লগ পার্টনার হলো শ্রীলঙ্কা, তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, নেপাল। ফলে এই বৈঠকের গুরুত্ব খুবই বেশি।
মুমতাজ বলেছেন, ‘পাকিস্তান যে এসসিও এবং এই অঞ্চলের পররাষ্ট্রনীতিকে কতটা গুরুত্ব দেয়, বিলাওয়ালের ভারত সফরের সিদ্ধান্তই তা বুঝিয়ে দিচ্ছে।’
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শেষ ভারত সফর হয়েছে ২০১১ সালে, হিনা রাব্বানি তখন ভারতে এসেছিলেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রও বিলাওয়ালের ভারত সফরের কথা জানিয়েছে। তারা জানিয়েছে, এটা ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ।