Home খেলা অ্যাতলেটিকোর বিপক্ষে ম্যানসিটির হার

অ্যাতলেটিকোর বিপক্ষে ম্যানসিটির হার

23
0
SHARE

ইউরোপিয়ান ফুটবল এখন চলছে বিরতি। আর কিছুদিন পর থেকে শুরু হবে নতুন মৌসুম। তার আগে বড় ক্লাবগুলো ব্যস্ত প্রাক-মৌস্মু প্রীতি ম্যাচে। এই ধারাবাহিকতায় অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। দক্ষিণ কোরিয়ার সিউলের বিশ্বকাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে হেরে গেছে গত মৌসুমের ট্রেবলজয়ীরা।
সিউলে ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। প্রথমার্ধে কেউই গোলের দেখা পায়নি। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে ওঠে ম্যাচের দ্বিতীয়ার্ধ। এক ঘণ্টার বেশি সময় পার হলেও গোলের দেখা পায়নি কোনো দল।
পূর্ণশক্তির দল নিয়েই শুরুর একাদশ সাজিয়েছিল দুই দল। সিমিওনে-গার্দিওলার শিষ্যদের কেউই প্রথম গোলের দেখা পাচ্ছিল না।
তবে ৬৬ মিনিটে ডাচ ফরোয়ার্ড মেমফিসের গোলে এগিয়ে যায় স্প্যানিশ ক্লাবটি। অ্যাঞ্জেল কোরেয়ার বাড়িয়ে দেওয়া বল সিটির জালে জড়ান তিনি। ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাতলেটিকোর ইয়ানিক ক্যারাস্কো।
৮৫ মিনিটে ম্যানসিটি ১ গোল শোধ করেন ম্যাচে ফিরে। রুবেন দিয়াজের নৈপুণ্যে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষাবধি হার এড়াতে পারেনি ট্রেবলজয়ীরা। ফলে স্প্যানিশ দলটির বিপক্ষে প্রাক-মৌসুমে নিজেদের প্রথম হারের তিক্ত স্বাদ পেল গার্দিওলার দল।