Home আইন আদালত ডিএমপির দুই যুগ্ম কমিশনারকে বদলি

ডিএমপির দুই যুগ্ম কমিশনারকে বদলি

36
0
SHARE

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলির পর পদায়ন করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) সাইফুল্লাহ আল মামুনকে যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) হিসেবে পদায়ন করা হয়। তিনি যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
গতকাল সোমবার (৭ আগস্ট) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে এ পদায়ন করা হয়।
একই আদেশে যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) হামিদা পারভীনকে যুগ্ম পুলিশ কমিশনারের (পিওএম) অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।