Home Blog Page 3541

২২ বছর পর মিলল নাসির আহমদের অক্ষত লাশ!

0

ভারতের উত্তর প্রদেশের বান্দা জেলার বাবিরো অঞ্চলের বাসিন্দা নাসির আহমদ মারা যান ২২ বছর আগে। বহু বছর আগে মারা গেলেও অক্ষত আছে তার মরদেহ। এতে গ্রামজুড়ে দেখা দিয়েছে বিস্ময়।

নিহত ব্যক্তির এক আত্মীয় জানান, ২২ বছর আগে নাসির আহমদ মারা যান। সে সময় তিনিও তার জানাজায় উপস্থিত ছিলেন। নাসির আহমদ ভালো মানুষ ছিলেন বলে জানান তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এ অঞ্চলটিতে প্রবল বৃষ্টিতের কারণে কবরস্থানগুলো পানির নিচে তলিয়ে যায়। পানি সরে গেলে কবরস্থানের মাটি সরে কবরগুলো উন্মুক্ত হয়ে যায়। এতে কবর থেকে বেরি হয়ে আসে অক্ষত কাফনসহ একটি মরদেহ। তা খুলে দেখা যায় ২২ বছর আগে মারা যাওয়া নাসির আহমদের লাশ এটি। লাশটিও রয়েছে সতেজ এবং অক্ষত। তার অক্ষত লাশ দেখে পুরো গ্রামের মানুষের মাঝে বিস্ময় দেখা দেয়।

মনমোহন সিংহের বিশেষ নিরাপত্তা তুলে নিচ্ছে মোদি সরকার!

0

সাধারণত ভারতের প্রধানমন্ত্রী ও তার পরিবার এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) নিরাপত্তা পান। সেই হিসেবে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংহ এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য হিসেবে গান্ধী পরিবার অর্থাৎ সনিয়া, রাহুল ও প্রিয়ঙ্কা; এই এসপিজি নিরাপত্তা পান। এ ছাড়াও মনমোহন সিংহের আগের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ২০০৪ সাল থেকে ২০১৮ সালে মৃত্যুর আগে পর্যন্ত এই এসপিজি নিরাপত্তা পেতেন। মনমোহনের সেই নিরাপত্তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল মোদি সরকার। আর এ বার থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকবে সিআরপিএফ। তবে তার জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা বহাল থাকছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত ব্যবধানে ভিভিআইপিদের নিরাপত্তা পর্যালোচনা করা হয়। সেই প্রক্রিয়া পুরোপুরি পেশাদার। মনমোহন সিংহের ক্ষেত্রেও সেই ভাবেই পেশাদারদের দিয়ে করানো হয়েছে। তাদের সুপারিশ মতোই প্রাক্তন প্রধানমন্ত্রীর জেড প্লাস ক্যাটেগরিতে বদল হচ্ছে না। তবে এসপিজির বদলে তার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফকে।

এই বিষয়ে এখনো কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মোদি সরকারের বিরুদ্ধে এ নিয়ে দলের নেতারা সরব হবেন।

২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত পর পর দু’বার প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিংহ। এই সিদ্ধান্তের ফলে এ বার মনমোহনের নিরাপত্তার দায়িত্ব নেবে সিআরপিএফ। তার নিরাপত্তায় মোতায়েন করা হবে ৩৫ জন সিআরপি কমান্ডো। ২৪ ঘণ্টা তার নিরাপত্তার দেখভাল করবেন ওই কমান্ডোরা। কেন্দ্রের এই সিদ্ধান্তের আগে পর্যন্ত যার দায়িত্বে ছিলেন এসপিজি-র কমান্ডোরা।

ভারত-পাকিস্তান নিজেরাই কাশ্মীর সমস্যার সমাধান করতে পারবে: ট্রাম্প

0

কাশ্মীর ইস্যু ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সমস্যা। ভারত ও পাকিস্তান নিজেরাই আলোচনা করে সমস্যার সমাধান করতে পারবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের জি-সেভেন সামিটের ফাঁকে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আলাদা বৈঠক হয়। এই বৈটকেই এই মন্তব্য করেন তিনি।

বৈটকে শেষে এক সাংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা কাশ্মীর নিয়ে কথা বলেছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সত্যিই মনে করেন, তিনি কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। ভারত পাকিস্তানের সঙ্গে কথা বলছে এবং আমার স্থির বিশ্বাস, তারা (ভারত ও পাকিস্তান) এমন কিছু করতে সক্ষম হবে, যা খুবই ভাল।

এর আগে অন্তত তিন বার মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। কখনও আবার বলেছেন কাশ্মীর ‘জ্বলন্ত সমস্যা’। কিন্তু তিনি এবার বলছেন ভিন্ন কথা। এদিকে ট্রাম্পের এই অবস্থানকে ভারতের জয় হিসেবেই দেখছে কূটনৈতিক শিবির। কারণ, কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ ও জম্মু-কাশ্মীরকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করছে পাকিস্তান। এহেন পরিস্থিতিতে, পাকিস্তানের চেষ্টায় কার্যত পানি ঢাললেন ট্রাম্প।

বৈঠক শেষে সাংবাদ সম্মেলনে মোদি বলেন, ভারত ও পাকিস্তানের সব ইস্যু দ্বিপাক্ষিক। তাতে তৃতীয় কোনো দেশের মধ্যস্থতা বরদাস্ত করবে না। আমরা বিশ্বাস করি, দু’দেশের সমস্যাগুলো আমরা নিজেরাই আলোচনা করতে পারি এবং সমাধান করতে পারি।

জাতির পিতার জন্মশতবার্ষিকীতে যাত্রীসেবায় আধুনিক মানসম্মত পরিবর্তন চান নৌ প্রতিমন্ত্রী

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে নৌ পথে যাত্রীসেবায় গুণগত পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন নৌ প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগামী বছরটি বাঙালির জীবনে খুবই গুরুত্বপূর্ণ। জাতির পিতার জন্মশতবার্ষিকী। এ বছরটি জীবনে আর আসবে না। তাই এ বছরে নৌ সেক্টরের যাত্রীসেবায় একটা পরিবর্তন আনতে চাই।

সোমবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে শসানঘাট, নারায়ণগঞ্জ, চাঁদপুর ও বরিশাল- এর যাত্রী টার্মিনাল নির্মাণ সংক্রান্ত ফিজিবিলিটি স্টাডি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা এখন বিশ্বায়নের সঙ্গে যুক্ত। তাই নৌ সেক্টরকে একটা মানসম্পন্ন জায়গায় নিয়ে যেতে হবে। যাত্রীরা এখন অনেক সচেতন। তারা সারা পৃথিবীর যাত্রীসেবার খোঁজ রাখে। এজন্য সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় আমাদের বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে। এজন্য আমরা যাত্রী পরিবহন ও নৌ সেবা বাড়াতে চাই। যাত্রীরা চায় আমরা আরো এগিয়ে যাই। তিনি বলেন, আমাদের অর্থনীতির আকার বাড়ছে, আমাদের ব্যবসা বাণিজ্য ইউরোপসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। তাই সবক্ষেত্রেই আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের যাত্রীদের চাপ বেড়েছে। সদরঘাটসহ এ চারটি ঘাটে আরো টার্মিনাল নির্মাণ করা ইমার্জেন্সি। টার্মিনাল বাড়াতে হবে।

নদী খনন ও নাব্যতার বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল ১০ হাজার কি.মি. নৌপথ তৈরি করা। ইতিমধ্যে আমাদের বর্ষাকালে তা ৬ হাজার কি.মি হয়ে গেছে। শুষ্ক মৌসুমে তা কমে চার থেকে সাড়ে চার হাজার কি.মি হয়। এজন্য আমাদের নদী খননও খুব গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শতবর্ষী ব-দ্বীপ পরিকল্পনা ঘোষণা করেছেন। পানি ধরে রাখার জন্যই প্রধানমন্ত্রী এ পরিকল্পনা নিয়েছেন। নদীতে নাব্যতা আনতে না পারলে পানি ধরে রাখা যাবে না।

খালিদ বলেন, মানুষ নদী থেকে দূরে সরে গিয়েছিল। বর্তমান সরকার নদীর চোখ খুলে দিয়েছে। মানুষ নদী নিয়ে এখন নতুন করে ভাবতে শুরু করেছে। সারাদেশ থেকে নদীর আদি চ্যানেল দখল হয়ে যাওয়ার অভিযোগ আসছে। আমরা কাজ করছি। প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করবেন ।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল ইসলাম কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।

বঙ্গবন্ধু বেঁচে থাকলে ২০ বছর আগেই দেশ উন্নত হতো

0

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, দেশ যখন কৃষি খাতে বিপ্লব করবে, তখন ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করে। তিনি বেঁচে থাকলে ২০ বছর আগেই দেশ উন্নত হতো।

আজ সোমবার শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুরো এশিয়া মহাদেশে যে কয়টি দেশ আছে তার মধ্যে বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধি সবচেয়ে বেশি। এটি সম্ভব হয়েছে কারণ আমরা বঙ্গবন্ধুর পথ ধরে চলি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কৃষি খাতে দেশের অবস্থা অনেক খারাপ ছিল। বঙ্গবন্ধু কৃষি বিপ্লব করার কারণে জমির খাজনা মাফ করে দিলেন। আমাদের তখন সম্পদ নেই, আয় নেই, রাজস্ব নেই। দেশ যখন কৃষি খাতে বিপ্লব করবে তখন ঘাতকেরা তাঁকে হত্যা করে। আজকে যদি বঙ্গবন্ধুকে দুর্বৃত্তরা হত্যা না করত, তাহলে দেশ আরও ২০ বছর আগে উন্নত হতো।

অনুষ্ঠানে ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফিরাত এবং সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতকেরা ভেবেছিল বঙ্গবন্ধুর নাম বাংলাদেশ থেকে মুছে ফেলবে। ওই ঘাতক খুনি মোশতাক আর জিয়ারা জানত না যে মৃত মুজিব আরও বেশি শক্তিশালী।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর পরিবারকে যে হত্যা করা হয়েছে- এটা সংবিধান সংশোধন করে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশকে পাকিস্তানি চিন্তাধারায় পাঠানোর পুরোপুরি চেষ্টা করা হয়েছিল।

সম্মানিত অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কাজী শহিদুল্লাহ বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার এক বছরের মধ্যে দেশের জন্য একটি সংবিধান প্রণয়ন করেন। সেক্যুলারিজমকে যদি সংবিধানে না নিয়ে আসতেন তাহলে বাংলাদেশে পাকিস্তানের মতো অবস্থা হতে পারত।

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু তাঁর নিজের স্বার্থসিদ্ধির জন্য জাতির স্বার্থকে কখনো বিসর্জন দেননি। এ জন্য তিনি জাতির সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি।

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সেক্রেটারি বেনজির আহমেদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা ইমরান রহমান, ইউল্যাবের উপাচার্য এইচ এম জহিরুল হক, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আলী নকি, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম লুৎফর রহমান।

সঞ্জয় দত্ত রাজনীতিতে আসছেন না

0

‘আমি রাজনীতিতে যুক্ত হচ্ছি না।’ আজ সোমবার বিকেলে এক বিবৃতিতে জানিয়েছেন সঞ্জয় দত্ত। ‘বলিউডের এই জনপ্রিয় তারকা রাজনীতিতে যুক্ত হচ্ছেন। আগামী ২৫ সেপ্টেম্বর তিনি মহারাষ্ট্রের কোয়ালিশন সরকারের শরিক দল রাষ্ট্রীয় সমাজ পক্ষে (আরএসপি) যোগ দেবেন।’ আজ সকাল থেকে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। বিবৃতিতে সঞ্জয় দত্ত আরও লিখেছেন, ‘আরএসপির জাতীয় সভাপতি মহাদেব জানকার আমার ভাই, আমার বন্ধু। তাঁর প্রতি রইল আমার অনেক শুভকামনা।’

আরএসপির সভাপতি এবং মহারাষ্ট্রের রাজ্যের পশুপালন ও মত্‍‌স্য দপ্তরের মন্ত্রী মহাদেব জানকার রাজনৈতিক দলটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবাজি পার্কে আয়োজিত অনুষ্ঠানে সঞ্জয় দত্তের ভিডিও ক্লিপ দেখান। এই ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়ে সঞ্জয় দত্ত বলেন, ‘আরএসপির জাতীয় সভাপতি মহাদেব জানকার আমার ভাই, আমার বন্ধু। আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। যদি আজ আমি দেশে থাকতাম, তাহলে অবশ্যই এ অনুষ্ঠানে অংশ নিতাম।’

এই ভিডিও বার্তা প্রদর্শনের পর মহাদেব জানকার বলেন, ‘সঞ্জয় দত্ত আমাদের সময় দিয়েছেন। আগামী ২৫ সেপ্টেম্বর তিনি আরএসপিতে যোগ দেবেন। তিনি এখন দুবাই আছেন। যদি আজ মুম্বাই থাকতেন, তাহলে অবশ্যই আমাদের এ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে আসতেন।’

এরপর খবরটি ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম লুফে নেয়। সঞ্জয় দত্ত এখন আছেন দুবাইয়ে। প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি জানিয়েছেন, পরিস্থিতি অনুধাবন করতে পেরে দুবাই থেকেই সঞ্জয় দত্ত একটি বিবৃতি পাঠিয়েছেন।

স্বপ্ন পূরণ অনিশ্চিত আলিয়া ভাটের

0

সালমান খান আর আলিয়া ভাট প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করবেন সঞ্জয় লীলা বানসালির ‘ইনশাল্লাহ’ ছবিতে। আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি হবে ছবিটি। টুইট করে তা নিশ্চিত করে বানসালি প্রোডাকশন। কিন্তু আজ সোমবার দুপুরে এই টুইট বার্তায় প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘বানসালি প্রোডাকশন সিদ্ধান্ত নিয়েছে, এই মুহূর্তে ‘“ইনশাল্লাহ” ছবির কাজ করবে না। শিগগিরই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’

গত ১৯ মার্চ টুইটারে সালমান খান লিখেছেন, ‘সঞ্জয় লীলা বানসালি নতুন ছবি বানাচ্ছেন। ২০২০ সালের ঈদে দেখা হবে। আমার বিপরীতে থাকবেন আলিয়া। “ইনশাল্লাহ”, দারুণ কিছু হবে।’ সালমান খান তখন টুইটারে আরও লিখেছিলেন, ‘২০ বছর পার হয়েছে। অবশেষে সঞ্জয় লীলা বানসালি আমাকে আবার তাঁর ছবিতে নিয়েছেন। ছবির নাম “ইনশাল্লাহ”।’

কিন্তু এবার সালমান খান টুইটারে লিখেছেন, ‘সঞ্জয় লীলা বানসালি পিছিয়ে গেছেন, কিন্তু ২০২০ সালের ঈদে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে।’

১৯৯৯ সালে সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে ছিলেন সালমান খান। এই ছবিতে আরও ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অজয় দেবগন। ‘হাম দিল দে চুকে সনম’কে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম আইকনিক ছবি হিসেবে বিবেচনা করা হয়।

আলিয়া ভাট ‘ইনশাল্লাহ’ ছবির সঙ্গে যুক্ত হতে পেরে যারপরনাই খুশি হয়েছিলেন। বলিউডে পা রেখেই সঞ্জয় লীলা বানসালির ছবিতে অভিনয়ের ইচ্ছা পোষণ করেন। তাঁর সেই স্বপ্ন পূরণ হতে দেখে টুইটারে তিনি লিখেছেন, ‘তাঁরা আমাকে চোখ বড় বড় করে আর খোলা রেখে স্বপ্ন দেখতে বলেছিলেন। আমি তা-ই করেছিলাম। সঞ্জয় দত্ত এবং সালমান খান—দুজনে মিলে জাদুকরী কিছু করেন। আমি তাঁদের সেই যাত্রায় যোগ দেব, ভাবতেই দারুণ অনুভূতি হচ্ছে। “ইনশাল্লাহ” চমৎকার কিছু হবে।’

কিন্তু এখন এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, খুব তাড়াতাড়ি আলিয়া ভাটের এই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা নেই। কারণ ‘ইনশাল্লাহ’ ছবির কাজ কবে শুরু হবে, বানসালি প্রোডাকশন থেকে তা নিশ্চিত করা হয়নি।

মিয়ানমার ও বিএনপি একই সুরে কথা বলছে: কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে মিয়ানমার সরকার যে সুরে ও কৌশলে কথা বলছে, বাংলাদেশের একটি দল বিএনপিও সেই সুরে কথা বলছে।

সোমবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ সভার আয়োজন করে।

কাদের বলেন, আমরা কূটনীতিতে পিছিয়ে নেই। মিয়ানমারের উপর প্রেশার আগের চেয়ে অনেক বেড়েছে। মনের ভেতর যাই থাক, মিয়ানমার এখন রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা মুখে বলছে, এটা আমাদের কূটনীতিক সফলতা।

তিনি বলেন, যেখানে সারা বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করছে। সেখানে প্রধানমন্ত্রীর সমালোচনা করে বিএনপি রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমার সরকারের সুরে কথা বলছে।

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান।

সূচনা বক্তব্য দেন বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম।

মুক্তিযোদ্ধাদের ডিজিটাল পরিচয়পত্র দেয়া হবে

0

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী বিজয় দিবসের আগেই বীর মুক্তিযোদ্ধাদের স্থায়ী ডিজিটাল পরিচয় পত্র দেয়া হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আজ সোমবার বিকেলে ঢাকার রূপনগর দুয়ারিপাড়ায় ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা কোন কোন সুবিধা পাবেন তা এই পরিচয় পত্রে উল্লেখ থাকবে। এছাড়া মুজিব বর্ষে ২২ হাজার মুক্তিযোদ্ধাকে বাড়ি করে দেয়া হবে। মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসার সকল ব্যবস্থা করা হচ্ছে কিন্তু অনেক মুক্তিযোদ্ধা না জানার কারণে এ সুবিধা গ্রহণ করতে পারছেন না।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, স্বাধীনতার পর জাতির পিতা সকল প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেছিলেন। ২৫ বিঘা পর্যন্ত জমির করও মওকুফ করেছিলেন। সংক্ষিপ্ত সময়ে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান উপহার দিয়েছিলেন। জাতির পিতার সুযোগ্য উত্তরাধিকার সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারও মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

বক্তব্যের শুরুতে মন্ত্রী ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্ট নিহত সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আমীর হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) হেলাল মোর্শেদ চৌধুরী, ও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী।

আমি মেসিকে অনুকরণ করতে চেয়েছি

0

অনেক ঝামেলার পর কিছুদিন আগে দলে আসা ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা আঁতোয়ান গ্রিজম্যানের জোড়া গোলে গত রাতে স্প্যানিশ লা-লিগায় বার্সেলোনা ৫-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল বেটিসকে। গোল দেয়ার ক্ষেত্রে গ্রিজম্যান অনুকরণ করতে চেয়েছিলেন লিওনেল মেসিকে এবং উৎযাপনে বাস্কেটবল তারকা লেব্রন হামেসকে। বার্সার হয়ে রবিবারের রাতটি যেন ছিল গ্রিজম্যানের। তার দেয়া জোড়া গোলে কাতালানরা জয় পেয়েছে বড় ব্যবধানে।

ক্যাম্প ন্যুতে নিজের দ্বিতীয় গোল উদযাপনের সময় গ্রিজম্যান বাস্কেটবল সুপার স্টারের লেব্রনের মত হাওয়ায় ভাসতে থাকেন। কর্নার থেকে বাঁকানো শটের গোলটি তিনি করেছেন মেসিকে দেখে। গ্রিজম্যান বলেন, ‘আমি দেখেছি লিও (মেসি) অনুশীলনের সময় এমনটি করছেন। সুতরাং আমি তাকে অনুকরণ করার চেষ্টা করেছি। আর উৎযাপনের সময় লেব্রনের কার্যক্রম আমার পছন্দ। সেটিও আমি অনুসরণ করার চেষ্টা করেছি।’

রবিবার রাতে মেসি সাইডলাইনে বসে থাকায় তারকা দ্যুতি ছড়ান গ্রিজম্যান। কাফ ইনজুরি থেকে ফেরা মেসি এখনো ফিটনেস সম্পূর্ণভাবে ফিরে পাননি। কালকের এই ম্যাচে বার্সেলোনা যে অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছে, তাতে গত সপ্তাহে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হারের কারণে সৃষ্ট সন্দেহ একেবারেই চলে গেছে। এই ম্যাচ দিয়ে কোচ আর্নেস্টে ভালভার্দের মেসি নির্ভরতা বা ভবিষ্যতে নেইমারের উপর নির্ভর করার বাসনা অনেকটাই কেটে গেছে।

ম্যাচের ১৫ মিনিটে অবশ্য বেটিসের হয়ে গোলের সূচনা করেছিলেন নাবিল ফেকির। বিরতিতে যাবার আগেই অবশ্য গোলটি পরিশোধ করে দেন গ্রিজম্যান। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে তিনি গোল করে বার্সাকে লিড এনে দেয়ার পর কাতালান দলের হয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম গোল করেছেন যথাক্রমে চার্লস পেরেজ, জর্ডি আলবা ও আর্তুরো ভিদাল। গ্রিজম্যান বলেন, ‘একটি পরাজয়ের পর সব সময় বড় একটি প্রতিক্রিয়ার প্রয়োজন।’

ম্যাচের শেষভাগে কর্নার থেকে বেটিসের হয়ে গোল করে ব্যবধান সামান্য কমিয়ে দেন লরেন মরন। তবে এই ম্যাচ দিয়ে বার্সা প্রমান করেছে এর আগে লেগানেসকে ১-০ গোলে হারানো অ্যাটলেটিকো মাদ্রিদ কিংবা আগের রাত শনিবার রিয়াল ভ্যালডোলিডের সঙ্গে ১-১ গোলে ড্র করা রিয়াল মাদ্রিদের কাছে হারার কোন কারণ নেই। আগামী সপ্তাহে বার্সার ওসাসুনা সফরের সময় ইনজুরি আক্রান্ত মেসির দলে ফেরার সম্ভাবনা থাকলেও অপর দুই তারকা লুইস সুয়ারেজ ও ওসমানে ডেম্বেলের দীর্ঘ সময় বাইরে কাটাতে হবে। এমন একটি মুহুর্তে গ্রীজম্যানের এই পারফর্মেন্স ছিল সময়োচিত।