Home Blog Page 3544

নিজের ইচ্ছের কথা জানালেন সৌরভ কোহলিদের নিয়ে

0

ভারতের কোচ হিসেবে আবার নিয়োগ পেয়েছেন রবি শাস্ত্রী। তবে ভবিষ্যতে শাস্ত্রীর জায়গায় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকেও দেখা যেতে পারে কোহলিদের গুরু হিসেবে। অন্তত সৌরভের এটাই চাওয়া!

আরও দুই বছরের জন্য কোচ হিসেবে রবি শাস্ত্রীর মেয়াদ বাড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের দায়িত্বে থাকছেন শাস্ত্রী। কিন্তু এরপর কী হবে? সম্ভাব্য একজন প্রার্থীর নাম এর মধ্যেই পেয়ে গেছে বিসিসিআই। তিনি সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

কোচ হওয়ার স্বপ্নের কথা এর আগেও জানিয়েছিলেন সৌরভ। এবার সে কথাটাই জোর দিয়ে বললেন যেন, ‘অবশ্যই। আমি ভারতের কোচ হওয়ার ব্যাপারে আগ্রহী। তবে এখনই নয়। আর কিছুদিন যাক, আরও একটা পর্যায় শেষ হোক, তারপর আমি নিজেই কোচ হওয়ার জন্য আবেদন করব। আমি আগেও বলেছি এটা। কোহলির সঙ্গে কাজ করতে বেশ ভালো লাগবে বলে আমার ধারণা। কারণ সে একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার, ম্যাচজয়ী তারকা।’

তবে বর্তমান কোচ শাস্ত্রীর ওপরেও সৌরভের রয়েছে অগাধ আস্থা, ‘শাস্ত্রীর ওপর আবারও দায়িত্ব দিয়ে বিসিসিআই বেশ ভালো কাজ করেছে। আশা করব সে যেন ভালো করে। শাস্ত্রীর অধীনে সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত জিতবে, এটাই আশা করছি।’

শাস্ত্রীর মতো ভারতীয় কোচদের পক্ষেই আছেন সৌরভ, ‘আমি ভারতীয় কোচদের অনেক বড় সমর্থক। তারা দলের খেলোয়াড়দের মনোভাব বুঝতে পারে ভালো। আমি বলছি না বিদেশি কোচরা সেটা পারে না, ২০০০ সালের পর ভারতীয় দল যখন ক্রিকেটে নতুন যুগে প্রবেশ করছিল, তখন আমাদের বিদেশি কোচের দরকার হয়েছিল, দেশীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমি বেশ খুশি, এখন আমাদের ঘরের কোচদের এখন সঠিক ভাবে মূল্যায়ন করা হচ্ছে।’

সৌরভের এখনই কোচ হতে না চাওয়ার পেছনে কারণও আছে। তাঁর যে ব্যস্ততা, চাইলেও কোচ হতে পারবেন না তিনি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এ ছাড়া আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পরামর্শক হিসেবেও ব্যস্ত সময় কাটে তাঁর। বিভিন্ন সিরিজে ধারাভাষ্যও দেন। এ ছাড়া ভারতের একটা বাংলা বেসরকারি চ্যানেলে একটা জনপ্রিয় কুইজ শো উপস্থাপনা করতে দেখা যায় তাঁকে। এসব কথা মাথায় রেখেই এখন কোচ হতে চাইছেন না সৌরভ, ‘বর্তমানে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আছি। আগে এগুলো শেষ করি, দায়িত্বগুলো ঠিকমতো পালন করি। এরপর আমি অবশ্যই ভারতের কোচ হওয়ার চেষ্টা করব। কোচ হিসেবে নির্বাচিত হব কি না জানি না, তবে চেষ্টা অবশ্যই করব।’

ক্যামেরাম্যান শাহরুখ খান

0

শাহরুখ খানের নামের আগে বা পরে পরিচয়ের জন্য কোনো শব্দের প্রয়োজন নেই। শুধু নামেই প্রকাশিত হয়ে পড়ে তাঁর সব অভিনয়প্রতিভা, ক্ষমতা, অর্থ আর জৌলুশ। কিন্তু এই শাহরুখ খানও আর দশজন সাধারণ বাবার মতোই। বড় দুই সন্তান আরিয়ান আর সুহানা জানেন, তাঁদের বাবা সবার চেয়ে আলাদা। কিন্তু আবরাম জীবনের প্রতিটি ক্ষেত্রে বন্ধুর মতোই পাশে পাচ্ছে এই তারকা বাবাকে।

‘জিরো’ বক্স অফিস ও সমালোচকদের কাছে গোল্লা পাওয়ার পর ৫৩ বছর বয়সী শাহরুখ খান রীতিমতো ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দেন, চলচ্চিত্রকে জীবনের অনেকটা সময়, শ্রম, মনোযোগ দিয়েছেন। কোন ফাঁকে সন্তানেরা বড় হয়ে গেছেন, তা নাকি টের পাননি। তাই এবার প্রথম প্রাধান্য পাবে আবরাম খান। বাবা শাহরুখ নিজেকে যুক্ত রাখবেন আবরামের বড় হওয়ার সঙ্গে। অন্য বাবারা যা যা করে, তিনি তা তা করবেন। এই যেমন সন্তানকে নিয়ে ঘুরতে যাবেন। স্কুলে আনা–নেওয়া করবেন। আবদার মেটাবেন। শেখাবেন, শিখবেন। সন্তানের সঙ্গে সময় কাটাবেন। যেকোনো অনুষ্ঠানে বা কোনো উপলক্ষ ছাড়াই অথবা সন্তানের কোনো বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দী করবেন।

ঠিক তা-ই করেছেন বাবা শাহরুখ। গতকাল শনিবার ছিল জন্মাষ্টমী। যে অনুষঙ্গ ছাড়া এই উৎসব ভাবাই যায় না, তা হলো দই হাঁড়ি। সহজ কথায় দইয়ের হাঁড়ি ভাঙা। শাহরুখও প্রথা মেনে তাঁর দেহরক্ষীর ঘাড়ে চড়ে ভাঙলেন দইয়ের হাঁড়ি। আর আশপাশে পরিবার, বন্ধু, আত্মীয়স্বজন সবাই হইহই করে ওঠেন। এই ভিডিও এখন ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর হাঁড়ি ভাঙার পরই তিনি ক্যামেরা হাতে হয়ে যান ক্যামেরাম্যান। উদ্দেশ্য, ছোট্ট ছেলে আবরামের জন্মাষ্টমী পালনের মুহূর্ত ক্যামেরাবন্দী করবেন।

যেই ভাবা, সেই কাজ। সন্তানের ছবি তুলতে তিনি অন্য কাউকে দায়িত্ব দেননি। বরং নিজেই হয়েছেন ক্যামেরাম্যান। জন্মাষ্টমী উপলক্ষে শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’ গতকাল সেজেছিল উৎসবের সাজে। ফুল আর আলো দিয়ে সাজানো হয় বাড়ির আনাচকানাচ। শাহরুখের পরিবার, তাঁদের বন্ধু আর কর্মচারীরা সেখানে উৎসব করেছেন। উৎসব করেছে আবরাম আর তাঁর বন্ধুরাও। মূলত তাঁদের জন্যই বাস্তবের জীবনে ক্যামেরাম্যান সেজেছেন শাহরুখ।

শাহরুখের সর্বশেষ পোস্টে তিনি ক্যামেরাসহ একটা ছবি দিয়ে নতুন ক্যামেরা চালানোর অভিজ্ঞতা নিয়ে লিখেছেন। অন্যদিকে মুক্তি পেয়েছে নেটফ্লিক্সের জন্য তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিরিজ ‘বাড অব ব্লাড’–এর ট্রেলার।

‘জিরো’র পর নতুন কোনো ছবির সঙ্গে যুক্ত হননি শাহরুখ খান। ১৪ বার ‘ফিল্মফেয়ার পুরস্কার’জয়ী এই অভিনেতার ক্যারিয়ার শুরু হওয়ার পর এটি তাঁর অভিনয় থেকে নেওয়া সবচেয়ে দীর্ঘ বিরতি। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ‘হ্যাশটাগ কামব্যাক সুন শাহরুখ’ আর ‘হ্যাশট্যাগ উই মিস শাহরুখ’ জ্বর।

রণবীরের বন্দনা কঙ্গনার মুখে

0

বলিউড তারকাদের বিরুদ্ধে হামেশাই তোপ দাগান কঙ্গনা রনৌত। তবে এবার তিনি অন্য মেজাজে। বলিউডে এমন অনেকে আছেন, যাঁদের ফ্যাশন দেখে মুগ্ধ এই বলিউড কন্যা। তাঁদের মধ্যে রণবীর সিং অন্যতম।

ল্যাকমে ফ্যাশন উইকের ২০ বছর পূর্তি হচ্ছে এবার। মুম্বাইয়ের সেন্ট রেজিসে প্রতিবারের মতো এবারও ধুমধাম করে উদ্‌যাপন হচ্ছে এই ফ্যাশন উৎসব। সব বিতর্ক পাশে রেখে এবারও মঞ্চে ঝড় তোলেন কঙ্গনা রনৌত। তাঁর স্টাইল দেখে মুগ্ধ হাজার হাজার অনুরাগী। এই বলিউড তারকা কার স্টাইল পছন্দ করেন? প্রথম আলোকে কঙ্গনা রনৌত বলেন, ‘আমার চোখে রেখা, মিস্টার বচ্চন, রণবীর সিং খুব ফ্যাশন সচেতন। সোনমের স্টাইল খুবই ব্যতিক্রমী। প্রত্যেকে নিজ নিজ জায়গায় দুর্দান্ত।’
নিজের ফ্যাশন ভাবনা নিয়ে কঙ্গনা রনৌত বলেন, ‘আমার ফ্যাশন নির্ভর করে অনুষ্ঠান আর উৎসবের ওপর। যখন ছবির চিত্রনাট্য শুনতে যাই, তখন আরামদায়ক কোনো পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি পাশ্চাত্য পোশাক বেশি পরি। বাইরে কোথাও গেলে পাশ্চাত্য ধাঁচের পোশাক বেছে নিই। তবে ভারতীয় পোশাকও ভালোবাসি। সব ধরনের ফ্যাশন আমার পছন্দ।’

নিজের পছন্দের ডিজাইনার? এবার কঙ্গনা রনৌত বলেন, ‘প্রতিটি শোর ভাবনা আলাদা হয়। প্রত্যেক ডিজাইনারের নিজস্ব ভাবনা থাকে। তাই এভাবে বলা যায় না কে ভালো, কে মন্দ।’

হলিউডকে পোড়াচ্ছে আমাজনের অগ্নিকাণ্ড

0

এক দশকের ভেতর সবচেয়ে ভয়াবহভাবে পুড়ছে আমাজন। প্রতিবছর আমাজনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সময়ের সঙ্গে সঙ্গে এই দুর্ঘটনা কেবল বেড়েই চলছে। শুধু চলতি বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে আমাজনে ৭৫ হাজারেরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাজনের প্রায় ৬০ শতাংশ ব্রাজিলে অবস্থিত। অগ্নিকাণ্ডের কারণে ব্রাজিলের সবচেয়ে বড় প্রদেশ আমাজোনাসে এরই মধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এ অবস্থায় হলিউড তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তাঁদের আশঙ্কা আর উদ্বিগ্নতা। উদ্দেশ্য, এমন একটি ভয়াবহ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ।

সামাজিক যোগাযোগমাধ্যমে আমাজন বনের অগ্নিকাণ্ডের অসংখ্য ছবি ঘুরে বেড়াচ্ছে, যার বেশির ভাগই আগের অগ্নিকাণ্ডের বা আমাজনের না। সাধারণ মানুষদের মতো তারকারাও পুরোনো ছবি পোস্ট করে জানিয়েছেন উদ্বেগ আর সহমর্মিতা। অভিনেতা ও পরিবেশবাদী লিওনার্দো ডিক্যাপ্রিও একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে আমাজনের একটা বড় অংশ দেখা যাচ্ছে। যার অর্ধেক সবুজ আর বাকিটা ধোঁয়া। ব্রাজিলের জনপ্রিয় মডেল, অভিনয়শিল্পী ও পরিবেশবাদী জিজাল বানচেনও একই ছবি পোস্ট করেছেন।

বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, ছবিটি ২০১৮ সালে তাঁদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল। আর এই ছবি মূলত ২০০৩ সালে ‘ফরেস্ট ফেয়ার’ থেকে নেওয়া। সিএনএন আরও জানিয়েছে, ছবিটা চলমান অগ্নিকাণ্ডের জন্যও সমান প্রাসঙ্গিক। গত তিন বছরের তুলনায় আমাজনে অগ্নিকাণ্ডের হার শতকরা ৮০ ভাগ বৃদ্ধি পেয়েছে।

জাস্টিন বিবার, জ্যাডেন স্মিথ এবং ইউটিউবার লোকান পল যে তিনটি ছবি ব্যবহার করেছেন, সেগুলোর কোনোটাই এই অগ্নিকাণ্ডের নয়। এই ছবিগুলো ২০০৭ সালে দ্য গার্ডিয়ান প্রকাশ করেছিল। ছবিগুলো আসলে ১৯৮৯ সালের, দ্য ব্রিটিশ পত্রিকার। তবে এগুলোও আমাজন বনের অগ্নিকাণ্ডের ছবি।

ডিসির উদাহরণ সৃষ্টির মতো শাস্তি হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

0

অফিস সহায়ক এক নারীর সঙ্গে জামালপুর জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় তার বিরুদ্ধে উদাহরণ সৃষ্টি হওয়ার মতো শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রাথমিক তদন্ত করে ব্যবস্থা নিয়েছি।

আজ রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জামারপুরের ডিসি অনৈতিক কাজ করেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হযেছে। অধিকতর তদন্তের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, পাশাপাশি যে নারীর নাম এসেছে তাকেও তদন্তের আওতায় আনা হবে। এক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তদন্ত কমিটি করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তার সর্বেোচ্চ কী শাস্তি হতে পারে এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই উদাহরণ সৃষ্টি করার মতো শাস্তি হবে। সরকারি চাকরির বিধান মতে তার শাস্তি হবে। আমরা আশা করি, দ্রুত সিদ্ধান্ত নিতে পারব।

তিনি আরো বলেন, আহমেদ কবীরকে এর আগে শুদ্ধাচার পদক দেওয়া হয়েছিল। সেটা ফিরিয়ে নেব। আগামীতে ডিসি নিয়োগের ক্ষেত্রে নৈতিকতা বিবেচনা করে নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি।

গত কয়েকদিন ধরে ফেসবুকে আপলোড করা চার মিনিট ৫৭ সেকেন্ডের ভিডিওতে জেলা প্রশাসক আহমেদ কবীরের খাস কামরায় যে নারীকে দেখা যাচ্ছে তা সম্প্রতি নিয়োগ পাওয়া পিয়ন বলে স্থানীয়রা শনাক্ত করেছে। ভিডিওতে ডিসির খাস কামরায় ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায় ডিসিকে।

‘৭৫ এর খুনিদের বুলেটেই খালেদা জিয়া বিধবা হয়েছেন’

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৭৫ এর হত্যাকারীদের যদি পৃষ্ঠপোষকতা করা না হতো তাহলে ৮১ তে আরেকটি হত্যাকাণ্ড হতো না। জেনারেল জিয়াকে হত্যার সাহস করত না। যারা ৭৫ এর খুনি তাদেরই বুলেটে খালেদা জিয়া বিধবা হয়েছেন। আওয়ামী লীগের লোকেরা তাকে (জিয়া) খুন করতে যায়নি। তার আপন লোকেরাই তাকে হত্যা করেছে। জিয়া পরিবারের বিশ্বাসঘাতকতাই অনেকের মাঝে বিশ্বাসঘাতকতা উস্কে দিয়েছে।

আজ রবিবার ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি একথা বলেন।

৭৫ এর ঘাতকদের আমরা চিনি উল্লেখ করে কাদের বলেন, এর পেছন থেকে কারা তাদের সহযোগিতা করল, পৃষ্ঠপোষকতা করল, বিদেশে চলে যেতে সাহায্য করল, তাদেরও আমরা চিনি। তবে বঙ্গবন্ধু ও দেশের মানুষের সঙ্গে জিয়া ও তার পরিবার যে বিশ্বাসঘাতকতা করেছেন, তারা সেই বিশ্বাসঘাতকতাই পেয়েছেন।

তিনি বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড এবং ২১ আগস্টের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে প্রাইম টার্গেট ছিলেন শেখ হাসিনা। ইতিহাসের প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার ছিলেন রোমান সম্রাট জুলিয়াস সিজার। শেক্সপিয়ার যেটিকে নৃশংসতম হত্যাকাণ্ড বলেছেন। আমি বলবো, শেক্সপিয়ার বেঁচে থাকলে ৭৫ এর হত্যাকাণ্ডকে নৃশংসতম বলতেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলামের সভাপতিত্বে এবং পাবলিক রিলেশন্স বিভাগের পরিচালক জামিল আহমেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন। আরো উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেনজীর আহমেদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী।

কাবিন থেকে ‘কুমারী’ শব্দ উঠিয়ে দেওয়ার নির্দেশ

0

বাংলাদেশে বর্তমানে ১১ লাখের অধিক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তাদের বেশিরভাগই মিয়ানমারের নিরাপত্তা বাহিনীগুলোর বর্বর অভিযান থেকে জীবন বাঁচাতে ২০১৭ সালের ২৫ আগস্টের পর বাংলাদেশে প্রবেশ করেছে

২০১৭ সালের ২৫ আগস্টের পর লাখলাখ রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী বাধ্য হয়ে মিয়ানমারের রাখাইনরাজ্য ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসে।

সেনাবাহিনী ও তাদের সহযোগীরা হাজার হাজার রোহিঙ্গাদের হত্যা করে, গ্রামের অসংখ্য ঘরবাড়ি পুড়িয়ে দেয়, ব্যাপক যৌন সহিংসতা চালায়। ফলে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়।

বাংলাদেশে বর্তমানে ১১ লাখের অধিক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তাদের বেশিরভাগই মিয়ানমারের নিরাপত্তা বাহিনীগুলোর বর্বর অভিযান থেকে জীবন বাঁচাতে ২০১৭ সালের ২৫ আগস্টের পর বাংলাদেশে প্রবেশ করেছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমার ২০১৭ সালের ২৩ নভেম্বর চুক্তি সই করে।পরে দুই দেশ ২০১৮ সালের ১৬ জানুয়ারি মাঠপর্যায়ে কার্যক্রম এগিয়ে নিতে ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ নামে চুক্তি করে। ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ অনুযায়ী, প্রত্যাবাসন শুরুর দুই বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।

রাখাইন রাজ্যে প্রত্যাবাসনের আগে যাচাইয়ের জন্য ২৯ জুলাই ছয় হাজার পরিবারের ২৫ হাজার রোহিঙ্গার নতুন একটি তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করে বাংলাদেশ। বাংলাদেশের কাছ থেকে এখন পর্যন্ত প্রায় ৫৫ হাজার রোহিঙ্গার তালিকা পেয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ।

রোহিঙ্গাদের প্রথম দলের ফেরার কথা ছিল গত বছরের ১৫ নভেম্বর। কিন্তু রাখাইনে অনুকূল পরিবেশ না থাকায় রোহিঙ্গারা ফিরতে রাজি না হওয়ায় একার্যক্রম স্থগিত করা হয়। দ্বিতীয়বারের মতো এমন পদক্ষেপ নেওয়া হয় গত ২২ আগস্ট। কিন্তু ব্যাপক প্রস্তুতির পরও রোহিঙ্গাদের অনিচ্ছার কারণে সেটাও আটকে যায়।

রোহিঙ্গারা স্বেচ্ছায় ফিরে না যাওয়ার জন্য মিয়ানমারকে দায়ী করে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সম্প্রতি বলেন, ‘মিয়ানমার রোহিঙ্গাদের মাঝে আস্থা তৈরি করতে পারেনি। যে কারণে তারা ফিরতে রাজি হচ্ছে না। তবে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি অব্যাহত রয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে। তাদের আমরা বসিয়ে বসিয়ে খাওয়াতেও পারব না। তাদের ফিরে যেতে হবে।’

রোহিঙ্গা সংকট বিষয়ে বাংলাদেশ কঠোর অবস্থান নেবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ অঞ্চলের বৃহত্তর শান্তি ও স্থিতিশীলতার জন্য বিশ্ব নেতৃত্বকে এসমস্যা অবশ্যই দ্রুত সমাধান করতে হবে। রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্বকে আরও উদ্বিগ্ন হওয়া উচিত উল্লেখ করে তিনি এ সংকটের সমাধান খুঁজে বের করতে বিশ্ব নেতৃত্বকে আহ্বান জানান।

ড. মোমেন বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে বাংলাদেশ জোর করে কিছু করতে চায় না। সেই সাথে তিনি মাতৃভূমিতে ফিরতে না চাওয়া রোহিঙ্গাদের মাঝে আস্থার ঘাটতি দূর করার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের দুইবছর

0

বাংলাদেশে বর্তমানে ১১ লাখের অধিক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তাদের বেশিরভাগই মিয়ানমারের নিরাপত্তা বাহিনীগুলোর বর্বর অভিযান থেকে জীবন বাঁচাতে ২০১৭ সালের ২৫ আগস্টের পর বাংলাদেশে প্রবেশ করেছে

২০১৭ সালের ২৫ আগস্টের পর লাখলাখ রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী বাধ্য হয়ে মিয়ানমারের রাখাইনরাজ্য ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসে।

সেনাবাহিনী ও তাদের সহযোগীরা হাজার হাজার রোহিঙ্গাদের হত্যা করে, গ্রামের অসংখ্য ঘরবাড়ি পুড়িয়ে দেয়, ব্যাপক যৌন সহিংসতা চালায়। ফলে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়।

বাংলাদেশে বর্তমানে ১১ লাখের অধিক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তাদের বেশিরভাগই মিয়ানমারের নিরাপত্তা বাহিনীগুলোর বর্বর অভিযান থেকে জীবন বাঁচাতে ২০১৭ সালের ২৫ আগস্টের পর বাংলাদেশে প্রবেশ করেছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমার ২০১৭ সালের ২৩ নভেম্বর চুক্তি সই করে।পরে দুই দেশ ২০১৮ সালের ১৬ জানুয়ারি মাঠপর্যায়ে কার্যক্রম এগিয়ে নিতে ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ নামে চুক্তি করে। ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ অনুযায়ী, প্রত্যাবাসন শুরুর দুই বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।

রাখাইন রাজ্যে প্রত্যাবাসনের আগে যাচাইয়ের জন্য ২৯ জুলাই ছয় হাজার পরিবারের ২৫ হাজার রোহিঙ্গার নতুন একটি তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করে বাংলাদেশ। বাংলাদেশের কাছ থেকে এখন পর্যন্ত প্রায় ৫৫ হাজার রোহিঙ্গার তালিকা পেয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ।

রোহিঙ্গাদের প্রথম দলের ফেরার কথা ছিল গত বছরের ১৫ নভেম্বর। কিন্তু রাখাইনে অনুকূল পরিবেশ না থাকায় রোহিঙ্গারা ফিরতে রাজি না হওয়ায় একার্যক্রম স্থগিত করা হয়। দ্বিতীয়বারের মতো এমন পদক্ষেপ নেওয়া হয় গত ২২ আগস্ট। কিন্তু ব্যাপক প্রস্তুতির পরও রোহিঙ্গাদের অনিচ্ছার কারণে সেটাও আটকে যায়।

রোহিঙ্গারা স্বেচ্ছায় ফিরে না যাওয়ার জন্য মিয়ানমারকে দায়ী করে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সম্প্রতি বলেন, ‘মিয়ানমার রোহিঙ্গাদের মাঝে আস্থা তৈরি করতে পারেনি। যে কারণে তারা ফিরতে রাজি হচ্ছে না। তবে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি অব্যাহত রয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে। তাদের আমরা বসিয়ে বসিয়ে খাওয়াতেও পারব না। তাদের ফিরে যেতে হবে।’

রোহিঙ্গা সংকট বিষয়ে বাংলাদেশ কঠোর অবস্থান নেবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ অঞ্চলের বৃহত্তর শান্তি ও স্থিতিশীলতার জন্য বিশ্ব নেতৃত্বকে এসমস্যা অবশ্যই দ্রুত সমাধান করতে হবে। রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্বকে আরও উদ্বিগ্ন হওয়া উচিত উল্লেখ করে তিনি এ সংকটের সমাধান খুঁজে বের করতে বিশ্ব নেতৃত্বকে আহ্বান জানান।

ড. মোমেন বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে বাংলাদেশ জোর করে কিছু করতে চায় না। সেই সাথে তিনি মাতৃভূমিতে ফিরতে না চাওয়া রোহিঙ্গাদের মাঝে আস্থার ঘাটতি দূর করার ওপর গুরুত্বারোপ করেন।

কেউ যাতে দালালের ধোঁকায় না পড়ে বিদেশ যাবেন না : প্রধানমন্ত্রী

0

বিদেশ যাওয়ার ক্ষেত্রে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে কেউ যাতে দালালের ধোঁকায় না পড়ে, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

আজ রবিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে অভিবাসন বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি কেউ যাতে দালালের ধোঁকায় না পড়ে, সেজন্য সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

মুখরোচক কথায় দালালের খপ্পরে পড়ে বিদেশ না যাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু কিছু দালাল শ্রেণির লোক সোনার হরিণের স্বপ্ন দেখিয়ে মোটা অংকের টাকা নিয়ে মানুষকে দেশের বাইরে পাঠায়। মানুষ যাতে ওদের মুখরোচক কথার ধোঁকাবাজিতে না পড়ে, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। সতর্ক থাকতে হবে। এভাবে কোথাও গিয়ে কেউ যেন অকালে হারিয়ে না যায়।

রাহুলের সফরে সদুদ্দেশ্য ছিল না তিনি কাশ্মীর ইস্যুতে রাজনীতি করতে চেয়েছেন

0

কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে কাশ্মীর পরিস্থিতি দেখার জন্য সেখানে আমন্ত্রণ জানিয়েছিলেন গভর্নর সত্যপাল মালিক। অথচ স্থানীয় প্রশাসনের বাঁধায় আজ শনিবার রাহুলের নেতৃত্বে বিরোধীদের একটি প্রতিনিধি দলকে শ্রীনগর বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে।
এরপর কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিক বলেছেন, রাহুলের সফরে সদুদ্দেশ্য ছিল না। তিনি কাশ্মীর ইস্যুতে রাজনীতি করতে চেয়েছেন।
স্থানীয় গণমাধ্যম এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে সত্যপাল মালিক করেছেন, আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম ঠিক। তবে তার আগমণের পেছনে সদুদ্দেশ্য ছিল না, তিনি কাশ্মীর ইস্যুতে রাজনীতি করতে চেয়েছেন। রাজনৈতিক দলগুলোর এই মুহূর্তে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়া উচিত।
চলতি মাসের শুরুতে ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরের স্বায়ত্বশাসন কেড়ে নেয়া হয়। জারি করা হয় কেন্দ্রের শাসন। এই নিয়ে কংগ্রেস নেতারা যখন সমালোচনায় মুখর ছিলেন তখনই কাশ্মীর সফরে তাকে আমন্ত্রণ জানান সত্যপাল।
তবে এখন তাকে কাশ্মীরে কোনো প্রয়েজন নেই বলে জানান গভর্নর।
তিনি বলেন, এখন এখানে তার (রাহুল) কোনো প্রয়োজন নেই। যখন তার সহকর্মীরা পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন তখন প্রয়োজন ছিল। কাশ্মীর ইস্যুতে দিল্লিতে মিথ্যাচারের পর এবার একই কাজ করতে এখানে এসেছিলেন তিনি। এটা ভালো নয়।
উল্লেখ্য, কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীদের একটি প্রতিনিধি দল আজ কাশ্মীর সফরে গিয়ে বাঁধার মুখে পড়ে। এই প্রতিনিধি দলে বামপন্থি সিপিআইএম ও সিপিআই, তামিলনাড়ুর ডিএমকে, শারদ পাওয়ারের এনসিপি, কর্নাটক ও কেরালার জেডি-এস, রাজস্থানের আরজেডি ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ছিল।
বিরোধীদের প্রতিনিধি দলে ছিলেন রাহুল গান্ধী ছাড়াও দলটির রাজ্যসভার প্রধান গুলাম নবী আজাদ ও আনন্দ শর্মা, সিপিআইএমের সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, ডিএমকের তিরুচি শিবা, আরজেডির মনোজ ঝা, এনসিপির দিনেশ ত্রিবেদী প্রমুখ।