Home Blog Page 3592

রূপনগরে জঙ্গি আস্তানায় অভিযানে গুলিবিদ্ধসহ আটক ৩

0

রাজধানী মিরপুরের রূপনগর আবাসিক এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল ইসলামের ৩ জনকে আটক করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট। আটককৃতরা হলেন,আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, কিবরিয়া ও আহম্মদ আলী। অভিযানের সময় আত্মরক্ষার্থে পুলিশের ছোড়া গুলিতে জাকারিয়া আহত হন।

আজ শনিবার ভোর রাতে এ অভিযান চালানো হয়।

অ্যান্টি টেরোরিজম ইউনিটের বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মাহিদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রূপনগর আবাসিক এলাকার ২৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়িতে অভিযান চালায় অ্যান্টি টেরোরিজম ইউনিট। পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় অস্ত্রসহ পুলিশের উপর আক্রমণ করে। পুলিশও আত্মরক্ষার্থে ৭ রাউন্ড গুলি করে। এতে জাকারিয়া নামের একজন আসামি গুলিবিদ্ধ হন।

তিনি আরও জানান, ওই বাসা হতে দেশীয় অস্ত্র, বিস্ফোরণের ধ্বংসাবশেষ এবং বিপুল পরিমাণ জিহাদি বই ও পুস্তক উদ্ধার করা হয়েছে।

কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

0

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশা চালক শরীফ (৩৫), যাত্রী খোকন (৩০), রাজিয়া খাতুন (৭৫) ও অহিদ মিয়া (৩৮)।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমান বলেন, ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এর দুই যাত্রী নিহত হন। তাদের কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে একজন এবং সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে আরেকজন মারা যান। এ ঘটনায় ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৮৮৫৫৫) জব্দ করা হয়েছে। এ ছাড়া ট্রাকচালককেও আটক করা হয়েছে।

ফিলিপাইনে শক্তিশালী দুটি ভূমিকম্পে নিহত ৮, আহত ৬০

0

শক্তিশালী দুটি ভূমিকম্পে ফিলিপাইনে অন্তত ৮ জনের মৃত্যু ও ৬০ জন আহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় একটি দ্বীপে শনিবার সকালে ভূমিকম্প দুটি আঘাত হানে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, যখন প্রথম ভূমিকম্পটি হয় তখন বেশিরভাগ মানুষ ঘুম থেকেই ওঠেনি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ৭টা ৩৭ মিনিটে দেশটির বাতানেস প্রদেশের ইতবায়াতে আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্পটিকে প্রাথমিকভাবে ৬.৪ মাত্রার বলা হলেও পরে তা কমিয়ে ৫.৯ বলে জানানো হয়।

ভূমিকম্পের কবলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পে বাড়িঘর ভেঙে যাওয়াসহ বিভিন্ন ভবন ভয়াবহভাবে প্রকম্পিত হয়। ফিলিপাইন সরকারের ভূমিকম্প বিষয়ক দফতর জানিয়েছে, প্রত্যাশিত আফটার শক হলেও সুনামির শঙ্কা নেই।

এএফপি’র প্রতিবেদনে জানানো হয়েছে, প্রদেশের ইতবায়াত নামক শহরে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে স্থানীয় সময় সকাল ৪টা ১৬ মিনিটে। শক্তিশালী এ ভূমিকম্পে প্রকম্পিত হয় গোটা শহর। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৪।

বিদায়ী ম্যাচে মালিঙ্গাকে জয় উপহার দিলো শ্রীলঙ্কা

0

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার ৩১৪ রানের জবাবে ২২৩ রানেই গুটিয়ে যায় টাইগাররা। ফলে ৯১ রানের হার দিয়ে সিরিজ শুরু করল সাকিব বিহীন বাংলাদেশ।

ইনিংসের প্রথম ওভারেই মালিঙ্গার বলে আউট হয়ে দলকে বিপদে ফেলে প্যাভিলিয়নের পথ ধরেন তামিম ইকবাল। শূন্য রান করে আউট হন তিনি। এরপর সৌম্য, মিথুন ও মাহমুদউল্লাহও অধিনায়কের সঙ্গী হলে ৩৯ রানেই চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন মুশফিকুর রহীম ও সাব্বির রহমান। এ দুই জন মিলে গড়ে তুলেন ১১১ রানের জুটি। ১৫০ রানে আউট হন সাব্বির। তিনি করেন ৬০ রান।

সাব্বির আউট হওয়ার পর আবারও বিপর্যয়ে পরে বাংলাদেশ। এরপর আবারও তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে টাইগারদের ব্যাটিং। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন মুশফিক। বিদায়ী ম্যাচে দুই উইকেট তুলে নেন মালিঙ্গা।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কুশল পেরেরার শতকে ৩১৪ রানের বিশাল সংগ্রহ পায় স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে শফিউল ৩ ও মুস্তাফিজ দুই উইকেট শিকার করেন।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কুশল পেরেরার শতকে ৩১৪ রানের বিশাল সংগ্রহ পায় স্বাগতিকরা।

ফাল্গুনী হামিদ বাচসাসের সভাপতি ও কামরুজ্জামান বাবু সাধারণ সম্পাদক

0

চলচ্চিত্র সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে ফাল্গুনী হামিদ ও সাধারন সম্পাদক পদে কামরুজ্জামান বাবু নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতভর ভোট গননা শেষে শনিবার (২৭ জুলাই) সকালে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়।

এবারের নির্বাচনে সহ-সভাপতির দুই পদে জয় পেয়েছেন বাদল আহমেদ ও সৈকত সালাউদ্দিন। সহ-সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন রিমন মাহফুজ, অর্থ সম্পাদক পদে মঈন আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রাহাত সাইফুল, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক পদে শফিকুল আলম মিলন, ক্রীড়া সম্পাদক পদে মুজাহিদ সামিউল্লাহ, সমাজ কল্যাণ মহিলা বিষয়ক সম্পাদক পদে শ্রাবণী হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবু সুফিয়ান রতন ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন নিপু বড়ুয়া।

এছাড়া কার্য-নির্বাহী সদস্য পদে লিটন এরশাদ, আবিদা নাসরিন কলি, ইব্রাহিম খলিল খোকন, অনজন রহমান, রেজাউল করিম রেজা, তুষার আদিত্য, মাহমুদ মানজুর, ইরানী বিশ্বাস ও লিটন রহমান নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে ২১ পদের বিপরীতে মোট ৪৬ জন প্রার্থী অংশ নেন। সর্বমোট ৫৩৯ জন সদস্য আগামী দুই বছরের জন্য উল্লেখিত প্রার্থীদের নির্বাচিত করেছেন।

এবারের নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন পাঁচজন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক আলিমুজ্জামান হারু। এছাড়া ছিলেন এরফানুল হক নাহিদ, মাহাবুবুর রহমান, আলমগীর কানাই চক্রবর্তী এবং আবুল হোসেন মজুমদার।

১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। জন্মলগ্নে এর নাম ছিল ‘পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি’। দেশ স্বাধীন হওয়ার পর নাম পরিবর্তন করে হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’, সংক্ষেপে ‘বাচসাস’।

৫০০ কোটি ডলার জরিমানা দেবে ফেসবুক

0

যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) জানিয়েছে, ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় ব্যর্থতার অভিযোগের নিস্পত্তি করতে ফেসবুক ৫০০ কোটি ডলার জরিমানা দেবে।

এ ছাড়া ফেসবুককে একটি স্বাধীন ‘প্রাইভেসি কমিটি’ গঠন করতে বলা হয়েছে। এ কমিটির ওপর ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ কোনো খবরদারি করতে পারবেন না।

যুক্তরাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠান ‘ক্যামব্রিজ অ্যানালিটিকা’ ফেসবুকের প্রায় ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করেছে বলে যে অভিযোগ, যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন সেটির তদন্ত করছিল। এর পর অবশ্য এই তদন্তের পরিধি আরও বাড়ানো হয়।

ভোক্তাদের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণœ করার জন্য কোনো কোম্পানিকে এর আগে কখনো এত বড় অঙ্কের জরিমানা করার নজির আর নেই।

এফটিসির চেয়ারম্যান জো সিমন্স বলেছেন, কোটি কোটি ব্যবহারকারীকে ফেসবুক বার বার প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের ব্যক্তিগত তথ্য কীভাবে শেয়ার করা হবে সে বিষয়টা তাদের নিয়ন্ত্রণেই থাকবে। কিন্তু তারা এ অঙ্গীকার রাখতে ব্যর্থ হয়েছে।

ক্যামব্রিজ অ্যানালিটিকার এ সংগ্রহ করা তথ্য ২০১৬ সালের মার্কিন নির্বাচনে এবং ব্রিটেনের ব্রেক্সিট গণভোটে প্রভাব বিস্তারের কাজে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ আছে।

ফেসবুকের জন্য এ জরিমানা হয়তো বড় কোনো অঙ্ক নয়, কারণ গত বছর তাদের আয় ছিল ৫৫০ কোটি ডলার। কিন্তু তার পরও এটি ফেসবুককে বিক্ষুব্ধ করছে।

তবে অনেকে মনে করছেন এফটিসি ফেসবুকের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে তা যথেষ্ট নয়।

ফেসবুকের সাবেক প্রধান সিকিউরিটি অফিসার অ্যালেক্স স্টামোস বলেন, এ আপসরফার ফলে ফেসবুকই আসলে লাভবান হলো।
তথ্যসূত্র : বিবিসি

ভারতের মহাকাশ মিশনে চন্দ্রযান-২ এর সফল উৎক্ষেপণ

0

ভারতের মহাকাশ মিশন চন্দ্রযান-২ সোমবার দুপুর ২.৪৩ মিনিটে যাত্রা শুরু করেছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (আইএসআরও) তাদের দ্বিতীয় চন্দ্রাভিযানে সফলভাবে এটির উৎক্ষেপণ করেছে। ভারতের একমাত্র উৎক্ষেপণ কেন্দ্র অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে মহাকাশ যানটি চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

গত সপ্তাহে শেষ মুহূর্তে যান্ত্রিক গোলযোগের কারণে ভারতের দ্বিতীয় চন্দ্রযানের উৎক্ষেপণ স্থগিত করা হয়েছিল।
এই উৎক্ষেপণের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে ভারত চন্দ্রপৃষ্ঠে তাদের মহাকাশ যান চন্দ্রযান-২ অবতরণ করাতে যাচ্ছে।

গণমাধ্যম জানায়, আইএসআরও ১১ বছর আগে প্রথম লুনার মিশন চন্দ্রযান-১ সফলভাবে সম্পন্ন করে ইতিহাস গড়ে। ২০০৯ সালের ২৯ আগস্ট পর্যন্ত ৩১২দিন মহাকাশযানটি কার্যক্রম পরিচালনা করে। দ্বিতীয় চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরুতে পানি ও বরফের সন্ধান করবে।

হিন্দুস্তান টাইমস জানায়, আইএসআরও গ্যালারি থেকে অন্তত ৭ হাজার ৫শ’ লোক মিশনের উৎক্ষেপণ প্রত্যক্ষ করে।
প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয়া রাঘবন, আইএসআরও’র সাবেক চেয়ারপার্সন রাধাকৃষ্ণান ও কিরণ কুমার এ সময় চন্দ্রযান-২ মহাকাশযান জিএসএলভি এমকে৩’র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করতে উৎক্ষেপণ কেন্দ্রে উপস্থিত ছিলেন।

রোববার সন্ধ্যা ৬.৪৩ মিনিট থেকে শুরু হয় কাউন্টডাউন। জিএসএলভি এমকে-৩ রকেটে চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-২।
১ হাজার কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ ভারতীয় পদ্ধতিতে তৈরি চন্দ্রযান-২ চাঁদের দক্ষিণ মেরুর প্রান্তে নামবে সেপ্টেম্বরের ৬-৭ তারিখের মধ্যে। এটাই প্রথম মহাকাশযান যেটা চাঁদের পাথুরে অসমতল দক্ষিণপ্রান্তে সফট ল্যান্ডিং করবে বলে জানায় ইসরো।

চন্দ্রযানে আছে বিক্রম নামক ল্যান্ডার, প্রজ্ঞা নামক রোভার এবং একটি অর্বিটার। চাঁদের প্রায় অদেখা দক্ষিণ মেরু নিয়ে গবেষণা চালাবে চন্দ্রযান-২। বাসস

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী : একই জার্সিতে দেখা যেতে পারে সাকিব-কোহলি-আমিরদের

0

ক্রিকেট মাঠে তারা একে অপরের প্রতিপক্ষ। নিজ নিজ দলের সবচেয়ে বড় তারকা। ক্রিকেটই তাদের একই দলের হয়ে খেলার সুযোগ করে দিচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের অল-রাউন্ডার সাকিব আল হাসান, ভারত অধিনায়ক বিরাট কোহলি, শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা কিংবা পাক পেসার মোহাম্মদ আমিরকে একই দলের হয়ে খেলতে দেখা যেতে পারে। শুধু তাই নয়; ওই একাদশে দেখা যেতে পারে এশিয়ার আরও সব বড় বড় তারকাদের।

পাঠক হয়তো ভাবছেন আইপিএল বা এমন কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এই ৪ জন এক দলে খেলবেন। কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। এবার নিশ্চয়ই অবাক হওয়ার পালা? আইপিএল-বিপিএল-সিপিএল ছাড়া কীভাবে সম্ভব এমন দল? আইপিএলেও তো আবার পাকিস্তানি ক্রিকেটারদের দেখা যায় না। আবার পিএসএলে ভারতীয় ক্রিকেটাররা যায় না। তাহলে কীভাবে কোহলি ও আমির একই দলে থাকবেন? আসলে ব্যাপারটা যে ঘটতে যাচ্ছে বাংলাদেশের মাটিতেই!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্বের সেরা ক্রিকেটারদের জড়ো করে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করতে যাচ্ছে বিসিবি। আর এতে মিলছে আইসিসির স্বীকৃতিও। অল স্টার এশিয়া দলে খেলবেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের ক্রিকেটাররা। বিশ্ব একাদশে খেলবেন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। সুতরাং বিশ্বসেরা তারকাদের একই দলে দেখার জন্য কেবল সময়ের অপেক্ষা।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বিশ্বের সেরা তারকাদের নিয়েই তৈরি করা হবে দল দুটি। তবে এই দুই দলে যারা খেলবেন তাদের কারা নির্বাচন করবে তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান বোর্ড প্রধান। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২০২০ সালে স্বাধীন বাংলাদেশের স্থপতির জন্মের একশ বছর হতে যাচ্ছে। এই উপলক্ষে বছর জুড়েই নানান আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তামিমের নেতৃত্বে বন্ধ্যাত্ব ঘুচবে বাংলাদেশের?

0

বড় কয়কজন তারকা ক্রিকেটার ছাড়াই শুক্রবার থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে শুরু করছে বাংলাদেশ। প্রথমবারের মতো ওয়ানডেতে নেতৃত্বভার পেয়েছেন তামিম ইকবাল। অবাক করার মত হলেও, সত্যিই যে শ্রীলঙ্কার বিপক্ষে কখনও ওয়ানডে সিরিজ জিততে পারেনি টাইগাররা। সাকিব-লিটন-মাশরাফি-সাইফউদ্দিনের ছাড়া বিদেশের মাটিতে এবারের সিরিজেই কি সেই বন্ধ্যাত্ব ঘোচাতে পারবে তামিমের নেতৃত্বাধীন দলটি? নেতা হিসেবে অভিষেক সিরিজে কোনো চমক দেখিয়ে দেবেন তামিম?

২০০২ সালে প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। প্রতিপক্ষের মাটিতে তিন ম্যাচের সিরিজে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এরপর ২০০৫ সালে আবারো শ্রীলঙ্কা সফরে গিয়ে তিন ম্যাচের সিরিজ বাংলাদেশ হারে ৩-০ ব্যবধানে। পরের বছরই বাংলাদেশ সফরে আসে শ্রীলঙ্কা। ৩ ম্যাচ সিরিজের প্রথমটি ৫ উইকেটে জিতে তারা। পরের ম্যাচে আফতাব আহমেদের অল-রাউন্ড নৈপুণ্যে ৪ উইকেটে সিরিজে সমতা আনে বাংলাদেশ। সেটিই ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের প্রথম জয়। সিরিজ নির্ধারনী ম্যাচটি ৭৮ রানে জিতে সিরিজ নিজেদের করে নেয় শ্রীলঙ্কা।

২০০৭ সালে আবারো শ্রীলঙ্কা সফরে গিয়ে তিন ম্যাচের সিরিজে হোয়াইয়াশ হয় বাংলাদেশ। এরপর ২০১৩ সালে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজ ১-১ সমতায় শেষ হয়। হাম্বানটোটায় প্রথম ওয়ানডে ৮ উইকেটে জিতে শ্রীলঙ্কা। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানেড বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আর পাল্লেকেলেতে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ও শেষ ওয়ানডে ৩ উইকেটে জিতে সিরিজ সমতায় শেষ করে বাংলাদেশ।

পরের বছর বাংলাদেশ সফরে এসে ৩ ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় শ্রীলঙ্কা। ২০১৭ আবারো শ্রীলঙ্কা সফরে গিয়ে ৩ ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ। ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জয় তুলে নেয় ৯০ রানে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তবে কলম্বোতে তৃতীয় ও শেষ ওয়ানডে ৭০ রানে জিতে সিরিজ সমতায় শেষ করতে সক্ষময় অনেকটাই খর্বশক্তির শ্রীলঙ্কা। এবার তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল সিরিজ জয়ের পথে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।

অবসর নয়; মাশরাফিকে খেলা চালিয়ে যেতে বললেন মালিঙ্গা

0

মাশরাফি বিন মুর্তজাকে বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘বিশেষ কিছু’ আখ্যা দিয়ে তাকে প্রশংসায় ভাসালেন শ্রীলঙ্কার বিদায়ী ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। এই কিংবদন্তি গতি তারকা বলেছেন, টাইগার অধিনায়কের আরো কয়েক বছর দেশকে সেবা দেয়ার সক্ষমতা আছে। তাই মাশরাফির এখনই অবসর নেয়া উচিত এমন ধারনার সাথে একমত নন তিনি।

একটি বেসরকারী টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মালিঙ্গা বলেন, ‘আপনাকে বুঝতে হবে-আন্তর্জাতিক ক্রিকেটে কীভাবে ভালো করতে হয়। বাংলাদেশের ক্রিকেটের জন্য তিনি (মাশরাফি) অনেক কিছু করেছেন। আমার মনে হয় তিনি আরো এক থেকে দেড় বছর বাংলাদেশের হয়ে খেলতে পারেন। বাংলাদেশের ক্রিকেটের জন্য তিনি বিশেষ কিছু করেছেন।’

ইংল্যান্ডে সদ্য সমাপ্ত বিশ্বকাপে সাদামাটা পারফরমেন্স করার পরই মাশরাফির অবসর নিয়ে আলোচনা শুরু হয়। বিশ্বকাপে আট ম্যাচে মাত্র এক উইকেট শিকার করেছেন ম্যাশ। বাংলাদেশ দলের চলমান শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজেও খেলার কথা ছিল তার। তবে শেষ মুহূর্তে চোটের কারণে সফর থেকে নাম প্রত্যাহার করেন টাইগার ক্যাপ্টেন। এরপর তামিম ইকবালের নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে এসেছে বাংলাদেশ দল।

পুরো ক্যারিয়ার জুড়েই মাশরাফিকে ইনজুরির সঙ্গে লড়াই করতে হয়েছে। তবে প্রতিবারই আরো শক্তিশালী হয়ে ফিরেছেন। যদিও মানুষ তার অবসর নিয়ে আলোচনা করছে তবে এ ব্যপারে এখনো কোনো সিদ্ধান্ত নেননি মাশরাফি। তাকে এখনই তার অবসর চিন্তা বাদ দিতে পরামর্শ দেন তিন ম্যাচ সিরিজে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ শেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে যাওয়া মালিঙ্গা।

৩৫ বছর বয়সে এখনো বেশ শক্তিশালী মালিঙ্গা। বিশ্বকাপে সাত ম্যাচে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ১৩ উইকেট শিকার করেন ঝাকড়া চুল ও অদ্ভুত ধরনের বোলিং অ্যাকশনের জন্য বিশেষভাবে পরিচিত এই ফাস্ট বোলার। ৩৩৫ উইকেট শিকার করে ওয়ানডে ক্রিকেটে লঙ্কান দলের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি।