Home জেলা সংবাদ কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২

কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২

108
0
SHARE

কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় মাটিবোঝাই একটি ট্রলির চালকসহ দুজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১০টায় পোড়াদহ রেলওয়ে জংশনের অদূরে কাটদহচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পোড়াদহ স্টেশনের মাস্টার শরিফুল ইসলাম বলেন, খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনটি রাজশাহী যাচ্ছিল। এ সময় কাটদহচর এলাকায় অরক্ষিত রেলগেট দিয়ে স্থানীয় একটি ইটভাটার মাটিবোঝাই ট্রলিটি পার হচ্ছিল। এ সময় ট্রেনটি রেললাইনে ঢুকে পড়লে ট্রলিটিকে ধাক্কা দিয়ে টেনেহিঁচড়ে কিছুদূর গিয়ে থামে। এ সময় ট্রলির দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।

মিরপুর থানার ওসি আবুল কালাম বলেন, যতটুকু শুনেছি অবৈধভাবে রেলক্রসিং করার সময় এ দুর্ঘটনা ঘটেছে। ট্রলিটির মালিক কে-তা এখনো জানা যায়নি। ফলে নিহত দুই শ্রমিকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।