Home আন্তর্জাতিক ‘ট্রাম্প ক্ষমতায় এলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হবে’

‘ট্রাম্প ক্ষমতায় এলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হবে’

11
0
SHARE

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ের জন্য অর্থায়ন করবেন না। তিনি রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনকে একটি পয়সাও দেবেন না। তখন যুদ্ধ এমনিতেই শেষ হয়ে যাবে।

বিবিসি জানিয়েছে, ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতের পর হাঙ্গেরির প্রধানমন্ত্রী একথা বলেন। এর আগে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, এটা স্পষ্ট যে ইউক্রেন নিজের পায়ে দাঁড়াতে পারে না। যদি আমেরিকানরা ইউরোপীয়দের সঙ্গে অর্থ এবং অস্ত্র না দেয়। ইউরোপীয়রা একা এই যুদ্ধে অর্থায়ন করতে অক্ষম। সেইসাথে যুক্তরাষ্ট্র যদি অর্থ ও অস্ত্রের জোগান বন্ধ করে দেয় তাহলে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ হয়ে যাবে।

এর আগে ভিক্টর অরবানের সাথে সাক্ষাতের পর ডোনাল্ড ট্রাম্প তার প্রশংসা করে বলেন, ভিক্টর অরবানের চেয়ে স্মার্ট এবং ভালো নেতা আর কেউ নেই। তিনি অসাধারণ।