Home খেলা পয়েন্ট খোয়ালো সিটি-আর্সেনাল, শীর্ষে লিভারপুল

পয়েন্ট খোয়ালো সিটি-আর্সেনাল, শীর্ষে লিভারপুল

19
0
SHARE

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলতে ত্রিমুখী লড়াইয়ে লড়ছে লিভারপুল-আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন হওয়ার পথে কোন দল এগিয়ে যাবে তা নির্ণয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছিল গতকালের ম্যানসিটি এবং আর্সেনালের ম্যাচটি। এই ম্যাচ সামনে রেখে অলরেডদের কোচ ইয়ুর্গেন ক্লপ জানিয়েছিলেন, তিনি চান দুই দলই যেন হারে। তা সম্ভব না হলেও সিটির মাঠে গানাররা ড্র করায় ক্লপের চাওয়া অনেকটাই পূর্ণ হয়েছে। দুই দলই পয়েন্ট খোয়ানোয় শীর্ষ স্থান নিশ্চিত করেছে লিভারপুল।

ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে কাল রাতে আর্সেনালের উপর আধিপত্য বিস্তার করেছে স্বাগতিকরাই। নিজেদের মাঠে গানারদের উপর আধিপত্য বিস্তার করেছেন আর্লিং হলান্ড-কেভিন ডি ব্রুইনারা। তবে প্রবল আক্রমণ গড়ে তুলেও কাঙ্ক্ষিত গোলের দেখাই পায়নি পেপ গার্দিওলার শিষ্যরা।

ম্যানসিটির ঘরের মাঠে কাল বল দখলে সিটির চেয়ে যোজন যোজন পিছিয়ে ছিল আর্সেনাল। মাইকেল আর্তেতার শিষ্যরা মাত্র ২৭ শতাংশ সময় বল রাখতে পেরেছিল নিজেদের পায়ে। অন্যদিকে ৭২ শতাংশ সময় বল দখলে রেখেও গোলের দেখা পায়নি হলান্ডরা। ১২টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছে কেবল ১টি। অন্যদিকে সিটির চেয়ে অর্ধেক শট কম নিয়ে গানাররা লক্ষ্যে রাখতে পেরেছিল ২টি।

সিটির মাঠে গতকাল ম্যাচের শুরুতেই গোল করার সুযোগ পেয়েছিলেন আর্সেনালের গ্যাব্রিয়েল জেসুস। তবে তাঁর নেয়া শট লক্ষ্যে থাকেনি। এর মিনিট পাচেক পরে সিটির নাথান আকেও দারুণ এক সুযোগ তৈরি করেছিলেন, তবে তা ঠেকিয়ে দেন গানারদের গোলরক্ষক। এরপর ম্যাচের ৩১ মিনিটে আরও একবার সুযোগ নষ্ট করেন জেসুস।

গোল শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোলের লক্ষ্যে দুই দলই বেশ কয়েকবার আক্রমণ শাণিয়েছে, তবে কোনো দলই কাজে লাগাতে না পারায় গোলের দেখা পায়নি কোনো দলই। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে গার্দিওলা-আর্তেতার শিষ্যরা।

এই ড্রয়ে ২৯ ম্যাচ শেষে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে আর্সেনাল দুইয়ে আর তিনে থাকা সিটির পয়েন্ট ৬৪।