Home খেলা সিরিজ বাঁচাতে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি টাইগাররা

সিরিজ বাঁচাতে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি টাইগাররা

10
0
SHARE

আইসিসির সহযোগী সদস্য হয়ে প্রথমবার পূর্ণ সদস্য কোনো দেশকে হারিয়ে ইতিহাস লিখেছে যুক্তরাষ্ট্র। স্বাগতিকদের এমন জয়ের নায়ক, হারমিত সিং ম্যাচ শেষে বলেছিলেন, বাংলাদেশ হয়তো তাদের গুরুত্বই দেয়নি। যদিও টাইগার অধিনায়ক হারের পেছনে দায় চাপালেন পিচের উপর।

নবাগত দলের বিপক্ষে বাংলাদেশের হারের ইতিহাসটা একেবারেই নতুন নয়। এর আগে, ১৯৯৭ সালেও কেনিয়ার বিপক্ষে প্রথম দেখায় প্রেসিডেন্ট কাপে ১৫০ রানের বড় ব্যবধানে হেরেছিল আকরাম খানের দল।

অতীত থেকে শিক্ষা না নেওয়ায় ২৭ বছর পর আবারও একই ব্যর্থতার ইতিহাস রচনা করলো টিম টাইগার্স।

তবে দরজায় কড়া নাড়তে থাকা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছন্দে ফেরাটা জরুরি বাংলাদেশের। তাই প্রথম ম্যাচে লজ্জার হারের কথা ভুলে ঘুরে দাঁড়াতে চায় সাকিব-রিয়াদরা। সিরিজে টিতে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই শান্ত বাহিনীর।

সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে বৃহস্পতিবার (২৩ মে) ইউএসএ’র বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়।