Home আন্তর্জাতিক আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ

আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ

87
0
SHARE

কাশ্মীর ইস্যু নিয়ে এবার আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি আরো বলেন, সব আইনি দিক বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলসহ নয়াদিল্লির সাম্প্রতিক পদক্ষেপের বিরোধিতা করে এরই মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করেছিল ইসলামাবাদ ও বেইজিং।

কিন্তু কাশ্মীর যে ভারতের অভ্যন্তরীণ বিষয়, সে ব্যাপারে নিরাপত্তা পরিষদে পাল্টা প্রশ্ন তুলেছিল নয়াদিল্লি। ফলে এ ব্যাপারে নিরাপত্তা পরিষদ শেষ পর্যন্ত আর নাক গলাতে রাজি হয়নি। তাতে সন্দেহাতীতভাবেই নাক কাটা গেছে পাকিস্তানের।

ভারতীয় কূটনীতিকদের মতে, নিজেদের মুখ বাঁচাতেই এখন আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা বলছে ইসলামাবাদ। শেষ পর্যন্ত তারা তা করে কিনা, তা দেখার অপেক্ষায় থাকবে দক্ষিণ অংশ।

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর গত ৬ আগস্ট পাকিস্তানের সংসদের দুই সভার যৌথ অধিবেশন ডেকেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সে দিনই তিনি জানিয়েছিলেন, এ ব্যাপারে সব রকম আন্তর্জাতিক মঞ্চে যাবে ইসলামাবাদ।

পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, যৌথ অধিবেশনে দেওয়া সেই প্রতিশ্রুতি মতোই এগোচ্ছে পাক প্রশাসন।

তবে ভারতীয় কূটনীতিকরা বলছেন, কাশ্মীরের জন্য ইমরান খানের যত না উদ্বেগ, তার বেশি উদ্বেগ নিজের গদি নিয়ে। ঘরোয়া রাজনীতিতে টিকে থাকার জন্য ভারত বিদ্বেষী মনোভাব জাগিয়ে তুলতে চাইছেন তিনি।