Home আন্তর্জাতিক ফের কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানকে নিজের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন তিনি

ফের কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানকে নিজের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন তিনি

72
0
SHARE

সম্প্রতি ভারতীয় কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করা হয়েছে। এই প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্য চরম উত্তজনা চলছে। এদিকে, কাশ্মীরের পরিস্থিতি বিস্ফোরক ও অত্যন্ত জটিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসাথে ফের কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানকে নিজের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, খুব জটিল একটা জায়গা কাশ্মীর । সেখানে হিন্দু আছে, মুসলিম আছে। তাঁরা একসঙ্গে খুব ভালো আছে এমনটা আমি বলতে পারবো না। বর্তমানে এটাই পরিস্থিতি।

ট্রাম্প জানিয়েছেন, ফ্রান্সে আসন্ন জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হবে।

তিনি বলেন, সেই বৈঠকে কাশ্মীর নিয়ে আলোচনা করা হবে।

ট্রাম্প বলেছেন, এই পরিস্থিতিতে সাহায্য করছি আমরা। এই দুই দেশের মধ্যে প্রচুর সমস্যা রয়েছে। আমি মধ্যস্থতা করে বা অন্য কিছু করে সবদিক দিয়ে চেষ্টা করব। এটা জটিল পরিস্থিতি। ধর্ম নিয়ে অনেক কিছু করার আছে। ধর্ম একটা জটিল বিষয়।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি