Home আন্তর্জাতিক শপিংমলে ঢুকতে একশ টাকার টিকিট লাগছে পশ্চিমবঙ্গে

শপিংমলে ঢুকতে একশ টাকার টিকিট লাগছে পশ্চিমবঙ্গে

163
0
SHARE

লকডাউন শেষে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশ মেনে আসানসোলে খুলতে যাচ্ছে শপিংমলগুলো। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শপিংমল খোলার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যেসব বিধি-নিষেধ আরোপ করা হয়েছে, সব কিছুই পালন করা হচ্ছে।

আসানসোল স্টেডিয়ামের পাশের শপিংমলে গতকাল সোমবার সকালেই হাজির হয়ে যান তরুণ-তরুণীরা। সামাজিক দূরত্ব বজায় রেখে সবার মুখেই ছিল মাস্ক।

জানা গেছে, শপিংমলে প্রবেশের আগে ক্রেতাদের অবশ্যই একশ টাকার একটি কুপন কাটতে হচ্ছে৷ কিছু কিনলে একশ টাকা সেটার সঙ্গে মিলিয়ে নেওয়া হবে৷ তবে শপিংমলে কিছু না কিনলে টাকা ফেরত দেওয়া হবে না৷

এ ব্যাপারে শপিংমলের পক্ষে সঞ্জয় চ্যাটার্জি জানান, সাধারণত নাগরিক জীবনে শপিংমল অনেকটাই বিনোদনক্ষেত্র হয়ে উঠেছে৷ কিন্তু করোনা সংক্রমণের পরিস্থিতিতে শপিংমলে অযথা ভিড় এড়াতে এই ব্যবস্থা করা হয়েছে৷

তিনি আরো বলেন, ক্রেতা, গ্রাহক এবং নাগরিকদের বার্তা দেওয়া হচ্ছে- কেবল প্রয়োজনেই শপিংমলে আসুুুন। আমরাও এ ব্যাপারে যথেষ্ট সতর্ক রয়েছি। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সব দিকেই আমরা দৃষ্টি রাখছি। এখানে ক্রেতাদের সারা শরীর জীবাণুমুক্ত করার ব্যবস্থা রয়েছে। ১০ বছরের কম বয়সী এবং ৬৫ বছরের বেশি বয়সের মানুষদের শপিংমলে ঢুকতে নিষেধ করা হচ্ছে৷

পাশাপাশি, শপিংমলের কর্মীদের স্বাস্থ্য পরীক্ষাসহ জীবাণুমুক্ত রাখার জন্য মাস্ক, গ্লাভস ও গ্রিন রিস্ট–ব্যান্ড সরবরাহ করা হয়েছে, যাতে ক্রেতাসহ কর্মীরা সুস্থ থাকেন৷