রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠি) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনের পুনরায় এক মাসের জামিন দিয়েছে জজ আদালত। আজ ২১ সেপ্টেম্বর সোমবার পিরোজপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোহম্মদ মহিদুজ্জামান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস।
তিনি জানান, দুদকের দায়েরকৃত তিনটি মামলায় গত ৭ জানুয়ারি হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পান আউয়াল এবং তার স্ত্রী। পরবর্তীতে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে করা দুদকের আবেদন খারিজ করে তাদের জামিন আদেশ বহাল রেখে গত ১৬ ফেব্রুয়ারি আদেশ দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আউয়াল এবং তার স্ত্রী শারীরিকভাবে অসুস্থ থাকায় ৩ মার্চ তারা পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন ও জামিনের আবেদন করেন।
শুনানি শেষে বিচারক জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান জামিন নামঞ্জুর করেন এবং তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের আদেশের পর বিক্ষোভে ফেটে পড়েন আউয়াল সমর্থকেরা। জেলা আইনজীবী সমিতি অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের ঘোষণা দেয়। এর মধ্যে বিচারককে বদলি করা হয়। নতুন বিচারকের আদালতে আবেদন করা হলে নাহিদ নাসরিন জামিন মঞ্জুর করেন। এরপর পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত গত ৩ মার্চ আউয়াল এবং তার স্ত্রীকে দুই মাসের জামিন দেন।কোডিড-১৯ প্রাণঘাতি নভেল করোনাভাইরাসের কারণে আসামিদের আদালতে উপস্থিত হওয়ার কোনো সুযোগ না থাকায় আজ সোমবার এ মামলার আসামীরা সিনিয়র স্পেশাল জজ আদালতে উপস্থিত হলে আদালতের বিচারক তাদের এক মাসের আন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। এদিকে এর আগে সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তাঁর স্ত্রী লায়লা পারভীনকে নিম্ন আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশন( দুদকের) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
, তিন মামলায় তাদের জামিন কেন বাতিল করা হবে না এই মর্মে তিন সপ্তাহের রুল জারি করেছিলেন হাইকোর্ট।
এর মধ্যেই আজ ২১ সেপ্টম্বর তাদের আরও এক মাসের জামিন েদওয়া হয়। এ প্রসঙ্গে
দুদকের আইনজীবী অ্যাডভোকেট মুনসুর উদ্দিন হাওলাদার জানান, দুদকের এই মামলাটি জামিনের বিষয়ে হাইকোর্টে প্রক্রিয়াধীন রয়েছে। তাই তিনি এ বিষয়ে সাংবাদিকদের সামনে কোনো কথা বলতে রাজি হননি।
গত বছরের ৩০ ডিসেম্বর ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, জালিয়াতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল এবং তার স্ত্রী পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভিনের বিরুদ্ধে পৃথকভাবে তিনটি মামলা দায়ের করে দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. আলী আকবর।




