Home আন্তর্জাতিক বিরোধীদের সঙ্গে ভেনিজুয়েলা সরকারের শান্তি আলোচনা আবার শুরু

বিরোধীদের সঙ্গে ভেনিজুয়েলা সরকারের শান্তি আলোচনা আবার শুরু

120
0
SHARE

নরওয়ের মধ্যস্থতায় বিরোধীদের সঙ্গে পুনরায় শান্তি আলোচনা শুরু হয়েছে বলে গতকাল সোমবার নিশ্চিত করেছে ভেনিজুয়েলার সরকার।
কয়েক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিরুদ্ধে পূর্ণ মাত্রার অর্থনৈতিক অবরোধ আরোপ করেছেন। এর পরিপ্রেক্ষিতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিরোধী দলের সঙ্গে আলোচনা স্থগিত করেছিলেন। তবে বিরোধীদের সঙ্গে শান্তি চুক্তি পৌঁছতে কারাকাস আবার আলোচনার টেবিলে ফিরে এসেছে।
এদিকে বিরোধীরা বলছে, শান্তি আলোচনার লক্ষ্য হওয়া উচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর জন্য আগাম প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা করা। তবে মাদুরোর শিবির বিরোধীদের এ দাবি কিছুইতে মেনে নেবে না বলে মনে করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে চুক্তির বিষয়টি গ্যারান্টি না থাকা সত্ত্বেও এ শান্তি আলোচনা অব্যাহত থাকবে। ভেনিজুয়েলার কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির চলমান সংকট নিরসনের লক্ষ্যে শান্তি আলোচনা সংবিধানের আওতায় অনুষ্ঠিত হবে।