Home জাতীয় কঠোর লকডাউনে মাঠে থাকবে সেনাবাহিনী

কঠোর লকডাউনে মাঠে থাকবে সেনাবাহিনী

107
0
SHARE

আগামী ২৮ জুন থেকে সারা দেশে এক সপ্তাহের কঠোর লকডাউন জারি থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ শুক্রবার রাতে তিনি গণমাধ্যমকে এমনটা জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ, বিজিবি এবং মোতায়েন থাকবে সেনাবাহিনী। আগামীকাল প্রজ্ঞাপন জারি। এক সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এই সময়টায় সরকার কঠোর অবস্থানে থাকবে জানিয়ে ফরহাদ হোসেন বলেন, ‘কঠোর, খুবই কঠোর অবস্থানে আমরা থাকতে চাই। কারণ, করোনা সংক্রমণের এই চেইন ভাঙতে গেলে এটাই আমাদের করতে হবে।’

কঠোর লকডাউনের সময়টায় প্রয়োজন ছাড়া একজন মানুষও বাড়ির বাইরে আসতে পারবে না বলেও জানান জন প্রশাসন প্রতিমন্ত্রী। বলেন, ‘মানুষ অপ্রয়োজনে বাড়ির বাইরে আসবে না। অফিস আদালতগুলো বন্ধ থাকবে।’

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাসের বিষয়টি সামনে রেখে তিনি জানান, ৩০ জুন বাজেটের যে বিষয়টি আছে এ সংক্রান্ত যে কার্যক্রমগুলো আছে, এনবিআর রিলেটেড, পেমেন্ট রিলেটেড সেই কাজগুলো করার জন্য স্বল্পপরিসরে এগুলো খোলা থাকবে। তা ছাড়া, অন্য সব কিছু বন্ধ থাকবে।’

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন দেয়া হবে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘২৮ জুন থেকে এক সপ্তাহের জন্য এই কঠোর বিধিনিষেধ দেয়া হয়েছে। এরপর পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন হলে সেটা আমরা বাড়াব।’