Home আন্তর্জাতিক নতুন নাম নিয়ে বিপাকে ‘মেটা’

নতুন নাম নিয়ে বিপাকে ‘মেটা’

424
0
SHARE

নতুন নাম নিয়ে বেশ বিপাকেই পড়েছে ফেসবুক। গত মাসেই নিজের নাম বদলে ‘মেটা’ রেখেছে তারা, বদলেছে নাম ও লোগোও। তবে এই নামের প্রতিষ্ঠান এটাই প্রথম নয়, আর তা নিয়েই বিপাকে ‘মেটা’।

সম্প্রতি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, আগস্ট মাসেই অন্য একটি সংস্থা ‘মেটা’ নামটির জন্য নথিভুক্তকরণ সেরে রেখেছিল। ‘মেটা পিসি’ নামের এই সংস্থাটি মূলত কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট ও সফটওয়্যার বিক্রি করে।

সংস্থারটির মালিক জো ডার্গার ও জ্যাক শাট জানিয়েছেন, তাদের সংস্থা ‘মেটা পিসি’ এক বছরের কিছু বেশি সময় ধরে চালু রয়েছে। তবে, আগস্ট মাসেই তারা প্রথম ব্র্যান্ড হিসাবে‌ ‘মেটা’ নামটির জন্য আবেদন করেন।

জো ও জ্যাকের সংস্থা অবশ্য এখনও মেটা নামের অধিকার পায়নি। অর্থাৎ এখনও মার্ক ‌জাকারবার্গের সুযোগ রয়েছে নামটি পাওয়ার। জো ও জ্যাক অবশ্য জানিয়েছেন, ২ কোটি ডলারের বিনিময়ে ‘মেটা’ নামকরণের আবেদন সরিয়ে নেবেন তারা।

তবে এ নিয়ে মজাও করেছেন তারা। নিজেদের সংস্থার টুইটার অ্যাকাউন্টে একটি মিম পোস্ট করেছেন জো ও জ্যাক, সেখানে দেখা যাচ্ছে মার্ক ‌জাকারবার্গ ‘মেটা পিসি’র একটি ল্যাপটপ ধরে রয়েছেন।