Home বিচিত্র খবর বিশ্বের সবচেয়ে বয়স্ক বডি বিল্ডার

বিশ্বের সবচেয়ে বয়স্ক বডি বিল্ডার

116
0
SHARE

বয়স একটি সংখ্যা মাত্র তার আবারও প্রমাণ দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। ৮৫ বছর বয়সী জিম আরিংটন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ বডি বিল্ডার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নাম লিখিয়েছেন। ২০১৮ সালে তিনি ৮৩ বছর বয়সে প্রথম এই রেকর্ডটি করেন।

জিম আরিংটনের জন্ম ১৯৩২ সালে। সারাজীবন বেশ পরিশ্রম করেই কাটাতে হয়েছে তাকে। মাঝে মাঝে বডি বিল্ডিং ম্যাগাজিনগুলো পড়তেন। মূলত সেখান থেকেই শরীরচর্চা করা অনুপ্রেরণা পান জিম। শুরুতে তিনি শুধু মাত্র আকর্ষণীয় বডি পাওয়ার জন্যই শরীরচর্চা করতেন। মূলত নারীদের আকৃষ্ট করাই ছিল তার উদ্দেশ্য। তখন তার বয়স মাত্র ২০ এর কোঠায়। তবে ধীরে ধীরে শরীরচর্চা তার নেশায় পরিণত হয়।

প্রায় ৭০ বছর ধরে শরীরচর্চা করছেন জিম। ৬০টিরও বেশি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। জিম আরিংটন তার জীবদ্দশায় ১৬টি প্রতিযোগিতায় জিতেছেন। ৮৩ বছর বয়সে বিশ্বরেকর্ড করেন তিনি। বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ বডি বিল্ডার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন ২০১৮ সালে। তার এই রেকর্ড এখনও কেই ভাঙতে পারেনি।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড