Home শীর্ষ সংবাদ তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বই উৎসব শুরু আজ

তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বই উৎসব শুরু আজ

333
0
SHARE

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বইঅনলাইনবিডি ডটকমের তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বই উৎসব অনুষ্ঠিত হবে ১১-১৩ নভেম্বর। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশকেন্দ্রে এই বই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম।

বুধবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উৎসবে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত ১৪টি বইয়ের ওপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বই উৎসবে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে কেন্দ্র করে শতাধিক বইয়ের প্রদর্শনী ও বিপণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিন দিনব্যাপী উৎসবে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইয়ে ২৫% ছাড় এবং শ্রাবণ প্রকাশনীর সকল বইয়ের ওপর ৫০% ছাড় দেওয়া হবে।