Home সাহিত্য থিমকান্ট্রি ‘বাংলাদেশ’, জানুয়ারিতে শুরু কলকাতা বইমেলা

থিমকান্ট্রি ‘বাংলাদেশ’, জানুয়ারিতে শুরু কলকাতা বইমেলা

307
0
SHARE

বাংলাদেশকে থিমকান্ট্রি ধরে আগামী বছরের জানুয়ারিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এ নিয়ে তৃতীয়বারের মতো বাইরের কোনো দেশ কলকাতা বইমেলায় থিমকান্ট্রি হচ্ছে।

আগামী ৩১ জানুয়ারি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে এ মেলার উদ্বোধন হবে।

এরইমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনা মহামারি পরিস্থিতি শিথিল হওয়ায় এবারের কলকাতা বইমেলা হচ্ছে।

মহামারি শুরুর আগে সবশেষ ২০২০ সালে কলকাতায় বইমেলা হয়েছিল। সেবার থিমকান্ট্রি ছিল রাশিয়া।

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর জন্মশতবর্ষ, নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী এবং ভারতের স্বাধীনতার ৭৫ বছর ও বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর এবং ভারত-বাংলাদেশের মৈত্রীর সুবর্ণজয়ন্তী সামনে রেখে এবারের বইমেলার থিমকান্ট্রি হবে বাংলাদেশ। গত বছর অর্থাৎ ২০২১ সালের বইমেলার জন্য এ সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু মহামারির কারণে গত বছর আন্তর্জাতিক এ বইমেলা আয়োজন সম্ভব হয়নি।

আগামী ৩১ জানুয়ারি শুরু হয়ে বইমেলা চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।