Home জাতীয় বিএনপি গণবিরোধী রাজনীতি করছে : তথ্যমন্ত্রী

বিএনপি গণবিরোধী রাজনীতি করছে : তথ্যমন্ত্রী

40
0
SHARE

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি গণবিরোধী রাজনীতি করছে। সবকিছুতে তাদের না বলা গণতন্ত্রকে না বলার শামিল। বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে নিয়ে সার্চ কমিটি স্বচ্ছতার সঙ্গে কাজ করছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পিআইবিতে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত কল্যাণ অনুদান ও করোনাকালীন আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ভুয়া সাংবাদিক রোধে একটি ডাটাবেজ তৈরি করার আহ্বান। ভুঁইফোড় সাংবাদিকদের জন্য প্রকৃত সাংবাদিকের বদনাম হতে পারে না। তাই এ সেক্টরে শৃঙ্খলা আনতে সরকার বদ্ধপরিকর। ভুঁইফোড় সংবাদমাধ্যম বন্ধের প্রক্রিয়া চলছে। বর্তমান সরকার সাংবাদিকবান্ধব সরকার।

এ ছাড়া গণমাধ্যমের কাজ রাষ্ট্রের সঠিক চিত্র তুলে ধরা। গণমাধ্যমে গ্রুপ ইনস্যুরেন্স নিশ্চিত করতে হবে বলে জানান তিনি।