Home জাতীয় ইউক্রেন থেকে দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইউক্রেন থেকে দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

40
0
SHARE

যুদ্ধাবস্থার মধ্যে থাকা ইউক্রেনের কোনও বাংলাদেশী দেশে ফিরতে চাইলে সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একথা জানান তিনি।

এক জরুরী পরিপত্রে তিনি জানান, ইউক্রেন প্রবাসী সম্মানিত বাংলাদেশীরা বর্তমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরে যেতে পরামর্শ প্রদান করা হলো। এই নিরাপদ স্থান হতে পারে ইউক্রেনের বাইরে কোন নিরপেক্ষ দেশ অথবা ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সংলগ্ন সীমান্ত এলাকা। স্থিতাবস্থা প্রত্যাবর্তনের পূর্ব পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। এর আগেও এরকম পরিস্থিতিতে বাংলাদেশীদের ফিরিয়ে আনা হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া র‌্যাব এর নিষেধাজ্ঞার চাপে থাকার বিষয়টি নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে উঠা মার্কিন চাপের ব্যাপারে তিনি জানান, নিষেধাজ্ঞা যাতে দ্রুত উঠে যায় সে চেষ্টা করা হচ্ছে।