Home জাতীয় ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি এক ডেঙ্গুরোগী

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি এক ডেঙ্গুরোগী

40
0
SHARE

এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন একজন। এ নিয়ে বর্তমানে রাজধানীসহ সারাদেশের হাসপাতালে তিনজন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে রাজধানীতে একজন ও ঢাকার বাইরের হাসপাতালে দুইজন চিকিৎসাধীন। চলতি মার্চের ৯ দিনে আটজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন।

বুধবার (৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, চলতি বছরের ১ থেকে ৯ মার্চ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৫১ জন। তাদের মধ্যে জানুয়ারিতে ১২৬ জন, ফেব্রুয়ারিতে ২০ জন ও চলতি মাসের ৯ মার্চ পর্যন্ত আটজন ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৮ জন।

অন্যদিকে, গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।