Home জেলা সংবাদ খিদিরপুর কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেন এর মৃত্যু বার্ষিকী পালিত

খিদিরপুর কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেন এর মৃত্যু বার্ষিকী পালিত

155
0
SHARE

মনোহরদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদী উপজেলার কৃতি সন্তান , খিদিরপুর কলেজের প্রতিষ্ঠাতা এ. এম. অানোয়ার হোসেনের ২৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার কলেজ প্রাঙনে এক দোয়া মাহফিল ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজ সেবক ইছামুদ্দিন মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনা করেন, মাহমুদুর রহমান অাল অামিন ও এ.টি.এম. বেলায়েত হোসেন ।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অব. অতিরিক্ত সচিব বজলুল হক বিশ্বাস , নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ মো: হাবিবুর রহমান , বিসিক এর সাবেক জি.এম. মাহবুবুল অালম , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু প্রাণ বন্ধু বণিক , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অাশিছ উদ্দিন শাহিন , বিশিষ্ট সাংবাদিক ইমাম হোসেন রিপন প্রমুখ ।
আলোচনা সভায় বক্তারা মরহুম এ.এম. অানোয়ার হোসেন যেই সপ্ন নিয়ে খিদিরপুর কলেজকে প্রতিষ্ঠা করেছিলেন , সেই সপ্নকে বাস্তবায়ন করতে অত্র কলেজের শিক্ষার্থীদের ভবিষ্যতে শিক্ষা জীবনে সু-শিক্ষা গ্রহন করে আরো ভালো ফলাফল বয়েএনে জ্ঞানের অালোয় অালোকিত হয়ে একজন সুনাগরিক হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার অাহবান জানান ।