কুমিল্লার চৌদ্দগ্রামে গরুবোঝাই ট্রাক উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ সময় ওই ট্রাকে থাকা ৬টি গরু মারা যায়।
আজ বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
হাইওয়ে পুলিশ জানায় ঈদুল আজহাকে সামনে রেখে ঝিনাইদহ থেকে গরুবোঝাই একটি ট্রাক নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল ব্যবসায়ীরা। চৌদ্দগ্রামের চিওড়া এলাকায় পৌছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান ঘুম নিয়ে ট্রাক চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


