Home জাতীয় কাল থেকে সচিবালয় এলাকায় হর্ন দিলে জেল-জরিমানা

কাল থেকে সচিবালয় এলাকায় হর্ন দিলে জেল-জরিমানা

136
0
SHARE

শব্দদূষণ রোধে রাজধানীর সচিবালয়ের চারপাশ হর্নমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে এ নিষেধাজ্ঞা অমান্য করলে জেল-জরিমানা মিলবে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

জানা গেছে, সচিবালয় চারপাশের এলাকা বলতে জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা ভঙ্গ করে হর্ন বাজালে প্রথমবার অনধিক ১ (এক) মাসের কারাদণ্ড বা অনধিক ৫ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। আর কেউ যদি পরবর্তী সময়ে একই অপরাধ করেন সেক্ষেত্রে অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

এ ব্যাপারে মন্ত্রণালয় থেকে আরো জানানো হয়েছে, এ কার্যক্রম বাস্তবায়নে আজ মঙ্গলবার উদ্বোধনের পাশাপাশি চালকদের সচেতনতা বাড়ানোর কাজ চলবে।