Home Blog Page 3593

ফের ক্ষেপেছে উত্তর কোরিয়া

0

কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে ইতিবাচক আলোচনার সম্ভাবনা নিয়ে যখন সবার মনে প্রশ্ন, তখনই আবার দুটি মিসাইল উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া।

বহুদিন পর বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে উত্তর কোরিয়া সমুদ্রে দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার দুই চিফ অব স্টাফ।

তারা জানান, প্রথম মিসাইলটি ভোর ৫টা ৩৪ মিনিটে এবং দ্বিতীয়টি ৫টা ৫৭ মিনিটে ছোড়া হয়। মিসাইল দুটি ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ৪৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে (একে পূর্ব সাগরও বলা হয়) পতিত হয়।

দেশটির পূর্বাঞ্চলীয় শহর ওয়ানসানের কাছাকাছি একটি এলাকা থেকে মিসাইলগুলো উৎক্ষেপণ করা হয়। তবে ওই সময় উত্তর কোরীয় নেতা কিম জং উন সেখানে উপস্থিত ছিলেন কিনা তা জানা যায়নি।

বিবিসি জানায়, আগামী মাসে একটি যৌথ সামরিক মহড়া করার পরিকল্পনার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। এতে ক্ষিপ্ত হয়েই নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই সামরিক মহড়ার ফলে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা আবার শুরু হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছিল তাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

উত্তর কোরিয়া অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ জেফরি লুইস এক টুইটবার্তায় বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলো দেখতে কেএন-২৩ মডেলের মিসাইলের মতো মনে হয়েছে।

মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের এই গবেষক জানান, কেএন-২৩ জাতীয় মিসাইল পারমাণবিক অস্ত্রের মতোই বিস্ফোরকের ভার বহন করতে পারে এবং এমন ভার নিয়ে দক্ষিণ কোরিয়ায় মার্কিন বাহিনীর বেশিরভাগ অংশকেই টার্গেট করার জন্য যথেষ্ট।

প্রথম মুসলিম অর্থমন্ত্রী পেলো ব্রিটেন

0

পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন সরকারের অর্থমন্ত্রী হয়েছেন। তিনিই দেশটির প্রথম মুসলিম অর্থমন্ত্রী। তার আগে কোনো মুসলিম বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক ব্রিটেনের অর্থমন্ত্রী হয়নি।

বিবিসি জানায়, বুধবার রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে সরকার গঠনের অনুমতি নেন বরিস জনসন। এরপরই তিনি নিজের মন্ত্রিসভার অর্থমন্ত্রী হিসেবে সাজিদের নাম ঘোষণা করেন।

থেরেসা মে পদত্যাগের পর পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে তিনিও ছিলেন। তাকে যুক্তরাজ্যের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হিসেবেও ধরা হচ্ছিল।

কিন্তু তাকে ছাপিয়ে কনজারভেটিভ নেতা হওয়ার পথে এগিয়ে যান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। পরবর্তীতে দলীয় ভোটে জেরেমিকে হারিয়ে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন বরিস জনসন।

৪৯ বছর বয়সী এই মুসলিম কনজারভেটিভ এমপি থেরিজা মে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। প্রথম কোনো মুসলিম হিসেবে যুক্তরাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এই মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।

সাজিদ জাভিদের বাবা ১৯৬০ এর দশকে পাকিস্তান থেকে এদেশে এসে প্রথমে কাপড়ের কারখানায় শ্রমিক হন। পরে বাস চালাতেন।

জাভিদ পড়াশোনা করেন অর্থনীতি বিষয়ে। মাত্র ২৫ বছর বয়সেই মার্কিন চেজ মানহ্যাটন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হন তিনি।

বিশ্ববিদ্যালয়ে থাকতেই ২০ বছর বয়সে কনজারভেটিভ পার্টিতে যোগ দেন তিনি। পরবর্তীতে ব্যাংকিং পেশা থেকে পুরোদমে রাজনীতিতে জড়িয়ে পড়েন। ২০১০ সালে ব্রোমসগ্রোভ থেকে নির্বাচন করে পার্লামেন্ট সদস্য হন তিনি।

ভৌতিক সিরিজে জাহ্নবী

0

কয়েক বছর আগে চার চিত্র পরিচালক হাত মিলিয়েছিলেন চারটি শর্ট ফিল্ম দিয়ে একটি গল্প গাঁথার। করণ জোহর, জোয়া আখতার, দিবাকর বন্দ্যোপাধ্যায় এবং অনুরাগ কাশ্যপের সেই প্রচেষ্টায় তৈরি হয়েছিল Lust Stories।

ফের একবার হাত মেলাতে চলেছেন এই চার পরিচালক। তাঁদের এবারের প্রজেক্ট Ghost Stories। এক্ষেত্রেও চারটি হরর স্টোরি ঘিরেই তৈরি হবে কাহিনির ঘনঘটা। ইতোমধ্যে নিজের চিত্রনাট্য নিয়ে তৈরি জোয়া আখতার। আর তাঁর ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর।

এই চিত্রনাট্য শুনে রাজি হয়ে গিয়েছেন জাহ্নবী। ডিজিটাল প্ল্যাটফর্মের জন্যে তৈরি শর্ট ফিল্মে অভিনয় করার জন্যে জাহ্নবীকে রাজি করাতে একেবারেই বেগ পেতে হয়নি জোয়া আখতারকে।

প্রসঙ্গত, এই ছবির হাত ধরেই ডিজিটাল প্ল্যাটফর্মে পা রাখবেন জাহ্নবী কাপুর। শ্যুটিংয়ের জন্যে তাঁর ডেট নেওয়াও হয়ে গিয়েছে। ৩০ মিনিটের এই শর্ট ফিল্মের শ্যুটিং দশ দিনেই মিটে যাবে বলে জানানো হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে। এইসময়

আলিয়া থেকে কিয়ারা হওয়ার কারণ জানালেন কবির সিংয়ের ‘প্রীতি’

0

কিয়ারা নামের অর্থ কী? এমন ভাবনা অনেকের মাথায় ঘুরপাক খেয়েছে। কিয়ারা আদবাণী এবার নিজেই জানালেন, কেন তার নাম কিয়ারা! অনেকেই হয়তো জানেন, কিয়ারা আদবাণীর আসল নাম আলিয়া।

তবে তিনি বলিউডে পা রাখার পর নিজের নাম পরিবর্তন করে কিয়ারা করে নেন। কেন এটা করেন কিয়ারা? এ ব্যাপারে কিয়ারা বলেন, আমি চাইনি আলিয়া ভাটের সঙ্গে দর্শকরা আমাকে গুলিয়ে ফেলুক। তাই নাম বদলে ফেলি। আমাকে সালমান খান পরামর্শ দিয়েছিল নাম পরিবর্তনের ব্যাপারে।

কিয়ারা আরো বলেন, আনজানা-আনজানি সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া নিজের পরিচয় দিয়েছিল কিয়ারা নামে। তখনই ভাবি, আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে তার নাম রাখতাম কিয়ারা। কিন্তু সবার আগে নিজের নাম দেয়া প্রয়োজন ছিল। সে কারণে নিজের নাম রাখলাম কিয়ারা।

বেশ কিছু সিনেমার কাজ রয়েছে তার হাতে। লক্ষ্মী বোম সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাবে কিয়ারাকে। এছাড়া ইন্দু কি জওয়ানি, গুড নিউজ, গিল্টি, শেরশাহ সিনেমাতেও দেখা যাবে কিয়ারাকে।

লন্ডনের এই ব্লগারের প্রেমে পড়েছেন শাহরুখের ছেলে আরিয়ান

0

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে এখনো সিনে জগতে পা রাখেননি। তবে এরই মধ্যে আরিয়ান খান শিরোনামে এসেছেন ‘দ্য লায়ন কিং’-এর হিন্দি ভার্সনে সিম্বার গলায় ডাবিং করে।

পাশাপাশি মুফাসার ভূমিকায় ছিল শাহরুখ খানের কণ্ঠ। সব মিলিয়ে মুগ্ধ হয়ে গেছে দর্শকরা। সেসবের বাইরে গুঞ্জন ছড়িয়েছে আরেকটি বিষয়ে। যদিও আগে থেকেই অনেকের কৌতূহল ছিল যে, আরিয়ান খান কার সঙ্গে প্রেম করছেন। এখন পর্যন্ত জানা যায়নি শাহরুখ পুত্রের বিশেষ বান্ধবীর নাম।

এর আগে শোনা গিয়েছিল, বোন সুহানার বেস্ট ফ্রেন্ড এবং অভিনেত্রী অনন্যা পাণ্ডেই আরিয়ানের বিশেষ বান্ধবী। কিন্তু এখন আবার নতুন এক গুঞ্জন উঠে এসেছে।

লন্ডনের এক ব্লগারে প্রেমে মজেছেন আরিয়ান খান। ইন্টারনেটে ঘুরছে সেই তরুণীর সঙ্গে আরিয়ানের ছবি। সেখানে দু’জনের অন্তরঙ্গ মুহূর্ত দেখে ‘বিশেষ সম্পর্ক’-ই ভেবে নিচ্ছেন নেটিজেনরা। কালো জ্যাকেটে আরিয়ান আর লাল পোশাকে ওই তরুণীকে দেখে ‘কাপল’ মনে না হয়ে উপায় নেই।

শাহরুখ ভক্তরা অনেকদিন ধরেই অপেক্ষায় আছেন, আরিয়ানকে বড় পর্দায় দেখার। সেই ব্যাপারে ঘোষণা আসার আগে আরিয়ান চমক দিলেন সিম্বার ভূমিকায় ডাবিং করে।

এতে প্রত্যাশার পারদ আরো গেল, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। পাশাপাশি আরো গভীর হলো জল্পনা, কোন রহস্যময়ীতে মজেছে আরিয়ানের মন? আপাতত লন্ডনের ব্লগারের নাম, পরিচয় জানতে উন্মুখ অনুরাগীরা। তবে সেসবের কিছুই জানা যায়নি এখনো।

অল্পের জন্য অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেল শিহাব

0

নাটোরের বড়াইগ্রামে নিজের চেষ্টায় অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেয়েছে শিহাব নামে এক মাদরাসাছাত্র। তবে অপহরণকারীদের ছুরির আঘাতে জখম হয়েছে সে। তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহত শিহাব ও স্থানীয় সূত্র জানায়, বড়াইগ্রাম উপজেলার রাজাপুর হাফেজিয়া মাদরাসার ছাত্র শিহাব উদ্দিন মঙ্গলবার দুপুরে মাদরাসা থেকে পালিয়ে বনপাড়ায় যায়। সেখানে ঘোরাফেরা করে বিকেলে মাদরাসায় ফিরে যাওয়ার জন্য বনপাড়া বাসস্ট্যান্ড থেকে একটি সিএনজি অটোরিকশায় ওঠে। আগে থেকে অটোতে থাকা ব্যাক্তিরা তাকে গলায় ছুরি ধরে তাদের সাথে যেতে বলে। এ সময় শিহাব আটো থেকে লাফ দিলে ছুরির আঘাতে তার গলার কিছু অংশ কেটে যায়। জখম হয় হাতেও।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, বিষয়টি রহস্যজনক। সবকিছু খতিয়ে দেখা।

রাজবাড়ীতে বাবার সাথে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

0

জবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গপ্রাসাদপুরের পদ্মার শাখা সুতা নদীতে বাবার সাথে গোসল করতে গিয়ে আলিফ শেখ (৭) নামে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশু নিখোঁজ হয়েছে।

আলিফ একই ইউনিয়নের বড়লক্ষিপুর গ্রামের মিলন শেখের ছেলে। সে স্থানীয় চরনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। এদিকে নিখোঁজ শিশুটি উদ্ধারে স্থানীয়দের সহযোগিতায় কাজ শুরু করেছে রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে বুধবার বিকেল পর্যন্ত নিখোঁজ শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ১টার দিকে মিলন তার শিশু ছেলে আলিফকে নিয়ে গঙ্গপ্রসাদপুরের সুতা নদীতে গোসল করতে যান। ওই সময় শিশু আলিফ লাফ দিয়ে নদীতে গোসল করতে নামে। তারপর থেকেই আলিফকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোয়ার্দার জানান, তার নেতৃত্বে ফায়ার সার্ভিসের ১০ জনের একটি টিম নিখোঁজ শিশুটির উদ্ধারে কাজ করছেন।

ক্রিকেট নিয়ে পিএইচডি করতে চান ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিক

0

বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবের একজন মুশফিকুর রহিম। তিনি বর্তমানে বাংলাদেশের স্টার ক্রিকেটার। ব্যাটিংয়ে যেমন ঝড় তুলেন, উইকেটকিপিংয়েও তিনি পাখি উয়ে উড়েন। এদিকে ক্রিকেট, সংসার আর পড়াশোনা এক সঙ্গে চালিয়ে যাওয়া কোনো সহজ ব্যাপার নয়। কিন্তু টাইগারদের ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিক এবার পিএইচডি (ডক্টর অব ফিলোসফি) করার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে ইতিহাস নিয়ে স্নাতোকত্তর করে এখন এমফিল (মাস্টার অব ফিলোসফি) করছেন মুশফিক। ইচ্ছা রয়েছে এরপর পিএইচডি করার। ইতিহাসের এই ছাত্র ক্রিকেট নিয়েই পড়াশোনা করতে চান। থাকতে চান বাইশ গজের ইতিহাসের সঙ্গেই।

মুশফিক জানান, তিনি ‘সাউথ এশিয়ান ক্রিকেট হিস্ট্রি’ নিয়ে পিএইচডি করতে ইচ্ছুক। এ বিষয়ে তিনি বলেন, ‘মাঠে ক্রিকেট খেলার বাস্তব অভিজ্ঞতা রয়েছে আমার। আশা করি এটা আমার পড়াশোনায় অনেকটা সাহায্য করবে। সেজন্যই এই বিষয়টা পছন্দ করেছি। সাধারণত দুই থেকে আড়াই বছর সময় লাগে থিসিস জমা দিতে। দেখি কী করতে পারি!’

আইরিশ বোলিং তোপে ৮৫ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড

0

সম্প্রতি লর্ডসে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করেছে ইংল্যান্ড। সেই জয়ের আমেজ এখনো ইতিউতি ছড়িয়ে রয়েছে ক্রিকেটের মক্কায়। আর বিশ্বজেয়র সেই মঞ্চেই সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টের নিজেদের যাচাই করে নিতে চেয়েছিল ইংল্যান্ড। কিন্তু তাদের এমনভাবে লাঞ্ছিত হতে হবে ব্রিটিশদেরস সেটা বোধহয় স্বপ্নেও কেউ ভাবতে পারেননি।

১ আগস্ট থেকে এজবাস্টনে শুরু হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসেজ সিরিজের প্রথম টেস্ট। তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড। আর অ্যাসেজের সেই প্রস্তুতি মঞ্চেই মুখ থুবড়ে পড়ল বিশ্বচ্যাম্পিয়নরা। লর্ডসে টস ভাগ্য সঙ্গ দেয় ইংল্যান্ডকে। আয়ারল্যান্ডের ঘাড়ে বড় রানের বোঝা চাপিয়ে দেওয়ার লক্ষ্যে টস জিতে জো রুট প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। টস হারলেও হতাশ হননি আয়ারল্যান্ড দলনায়ক উইলিয়াম পটারফিল্ড। তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে, প্রথম ঘণ্টায় লর্ডসের পিচের আদ্রতা ব্যবহার করে ধাক্কা দিতে চান ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে।

ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নেমে নিজেদের পরিকল্পনায় চূড়ান্ত সফল আয়ারল্যান্ড। শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট তুলতে থাকা আয়ারল্যান্ড একসময় ইংল্যান্ডকে সব থেকে কম রানে বেঁধে রাখার উপক্রম করেছিল। জো ডেনলি ও স্যাম কারান সেই লজ্জা থেকে আপাতত রক্ষা করেন ব্রিটিশদের। তবে দলকে নিরাপদ লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি তাদের পক্ষেও।

ইংল্যান্ড মাত্র ৪৩ রানের মধ্যে সাত জন ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকে। ডেনলি ২৩ রান করে আউট হন। স্যাম কারান পৌঁছন দু’অঙ্কে। বাকিদের ব্যক্তিগত রানসংখ্যা উল্লেখ করার মতো নয়। অভিষেককারী জেসন রয় ৫ রান করে আউট হন। ররি বার্নস ৬ রান করে সাজঘরে ফেরেন। জো রুটের সংগ্রহ ২ রান। বেয়ারস্টো, মঈন আলি ও ক্রিস ওকস খাতা খুলতে পারেননি। স্টুয়ার্ট ব্রডকে নিয়ে লড়েই করতে থাকেন কারান। কিন্তু কোনো লাভ হয়নি তাদের। মাত্র ৮৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ।

এদিকে আইরিশ পেসার টিম মারটঘ ৯ ওভার বল করে দুই মেডেনসহ মাত্র ১৩ রানে পাঁচটি উইকেট তুলে নেন। মার্ক অ্যাডাইর তিনটি ও বয়েড র‌্যানকিন দুটি উইকেট লাভ করেন।

নির্বাচক প্যানেলে পরিবর্তনের আভাস

0

বিসিবির বর্তমান নির্বাচক প্যানেলের দুই সদস্য মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুর বাশার সুমনকে আগামীতে নির্বাচক হিসাবে নাও দেখা যেতে পারে। কারণ এই প্যানেলের অধীনে বাংলাদেশ দল যেমন সাফল্য পেয়েছে, তেমনি ব্যর্থতাও আছে। এমনকি সদ্য শেষ হওয়া বিশ্বকাপ দল বা আয়ারল্যান্ড সফরে কিছু খেলোয়াড়ের অন্তর্ভুক্তি নিয়েও কম আলোচনা হয়নি। সর্বশেষ শ্রীলঙ্কা সফরের দল নিয়ে অসন্তুষ্টি আছে টিম ম্যানেজমেন্টের। যেমন হঠাৎ করে শফিউল ইসলামকে দলে নেওয়া হয়েছে। এমতাবস্থায় নির্বাচক প্যানেলে পরিবর্তন আনতে চাচ্ছে বোর্ড। তাই তাদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা ক্ষীণ বলে বিসিবি সূত্রে জানা গেছে। আগামী ২৭ জুলাই বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

চলমান শ্রীলঙ্কা সফরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর দলের সঙ্গে যাওয়ার কথা ছিল। কিন্তু বিসিবি সূত্রে জানা গেছে, মিনহাজুল যদি প্রধান নির্বাচক হিসেবে নাই থাকেন তাহলে তাঁকে শ্রীলঙ্কায় পাঠিয়ে কী হবে! এ কারণে তার টিকেট বাতিল করা হয়েছে।

তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেছেন, টিকিট বাতিলের সঙ্গে প্রধান নির্বাচকের মেয়াদ শেষ হওয়ার কোনো সম্পর্ক নেই। দেশে ‘এ’ দলের খেলা চলছে। বিসিবি চাইছে তিনি এই খেলার দিকে চোখ রাখুন। তবে হ্যাঁ, নির্বাচকদের পারফরমেন্স নিয়ে এই বোর্ড সভায় আলোচনা হবে। তাঁদের মেয়াদ বাড়বে কি বাড়বে না, সেটির সিদ্ধান্ত বোর্ড সভাতেই চূড়ান্ত হবে। তার আগে কিছু বলার উপায় নেই।

অপরদিকে বিসিবির একজন পরিচালক জানান, বোর্ড চাইছে নির্বাচক প্যানেলে একটা পরিবর্তন আনতে। মিনহাজুল নির্বাচক হিসেবে আছেন অর্ধযুগের বেশি সময় হয়ে গেছে। ২০১৬ সালে ফারুক আহমেদ সরে দাঁড়ালে প্রধান নির্বাচক হন মিনহাজুল। হাবিবুলও অর্ধযুগের বেশি সময় নির্বাচক হিসেবে কাজ করছেন।

অবশ্য কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি মনে করেন, ‘এ’ দলের পারফরমেন্সে সামগ্রিক অবস্থার প্রতিফলন ঘটৈনি। কারণ একই সময়ে ভারতে বিসিবি একাদশে কয়েকজন ভালো ক্রিকেটার চলে যান। যে কারণে ‘এ’ দলটা পরিপূর্ণ শক্তির ছিল না।

নান্নু বলেন, আমি এই প্যানেলে তিন বছর ধরে আছি। আমি মনে করি যথেষ্ট ভালো করেছি। হাইপারফরমেন্স টিমের সঙ্গে কাজ করেছি, তারাও বেশ ভালো। ‘এ’ দলের সঙ্গেও কাজ করেছি। তারা বেশ কিছু ম্যাচ খেলেছে। জাতীয় দলও অনেক ভালো খেলেছে। যদি গত বছরের পারফরমেন্স দেখেন তবে আমরা ৫২ শতাংশ ম্যাচ জিতেছি। এটা বিরাট অর্জন। আমরা র‌্যাঙ্কিংয়েও উন্নতি করেছি। লঙ্গার ভার্সনেও আমরা ভালো করছি। যদি আমাকে আরেকটি সুযোগ দেওয়া হয়, তাহলে আমি অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব।

তিনি আরো বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বোর্ডের। (আমি থাকব কি না) সেটা বোর্ডের সিদ্ধান্ত। এটা তাদের ওপর নির্ভর করছে। যদি আমাকে রাখা হয় তবে অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব।